থমকে
সাইফুল ইসলাম সাঈফ
অর্পিত দায়িত্ব নিতে পারবো না-
তাই সাহস করিনি, করছি না!
এখনও সে আবহাওয়া আসে নাই
মনে হয় করে যাই যিনাই!
ভুলেও ছুটতে নিষেধ করেছেন সেজন্য-
ধৈর্য্য! তবুও আছে ত্রুটি-বন্য!
বলতে পারিনি, পারি নাই অসম্ভব
অনুকূল পরিবেশ আসেনি, শেষ সব!
পুরুষ মানুষ একটু দোষ করে-
তাতে কি? তাকে আসল গড়ে!
প্রতিশ্রুতি দিতে পারিনি এটাই দুর্বলতা
বৃথা গেলো সময়, আসেনি সফলতা!
জয়ী হবো স্বপ্ন বুনেছি এসো
একসাথে পথ চলবো সানন্দে ভালোবাসো!
কে ধরতে চাও? খালি দুহাত
বৈধ কাটাবো নির্জনে মধুর রাত!
সঞ্চিত নাই কোনো কিছুই, মুক্ত
প্রতিদিনই পড়ি সবর্ত্র, স্বশিক্ষিত, উন্মুক্ত!
আমারও আছে অপবাদ, জোছনার চাদ
অসংখ্য রূপ এড়িয়ে দিয়েছি বাদ!
চাহিদা থাকা সত্তেও সঙ্গী ছাড়া-
প্রতিমুহূর্তেই যন্ত্রণা, কঠিন, অভিশপ্ত, দিশাহারা...
আর পারছি না, সানন্দে এসো
রোজগার করেই দিবো খরচ ভালোবেসো!
আমিই আসল যুবক যে সংযত
এতো কষ্ট করেও হইনি নত!
থমকে গেছি শুনে, আছে কি?
শারীরিক অক্ষমতা! উপহাস বারবার একি!
প্রত্যক্ষ করি নিত্য ভ্যবিচার এলাকায়
আর ওরাই গর্বিত, খুব ভাবায়!
উত্তরা, ঢাকা।
০৪.১১.২০২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


