সুন্দর
সাইফুল ইসলাম সাঈফ
সৌন্দর্য সুন্দর, সবার খুব পছন্দ
যে কুৎসিত তারও মনের আনন্দ!
যে সুন্দর সে দেখে আয়না
তার সুন্দর কখনো শেষ হয়না!
সুন্দর মানুষ সুন্দরই খুঁজে
সুন্দর হতে সকলে চায় সাজে!
কোনো মানুষই অসুন্দর চায় না
তবুও হয়ে যায় অসুন্দর, যাতনা!
চমৎকার হতে সবার মনে চায়
তবুও মনোহর অনেক এরই ক্ষয়!
শেষ শেষ সুরম্য করে নগ্ন
হৃদয় করে দেয় একইবারে ভগ্ন!
সুন্দর করে মন জীবন পরিপূর্ণ
সুন্দর করে সব প্রতিজনকে অনন্য!
উত্তরা, ঢাকা।
০৬.১১.২০২৩
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




