মেঘ মুক্ত হাসি
সাইফুল ইসলাম সাঈফ
কথা, সঙ্গ, পাশে থাকলেই জিৎ
মেঘ মুক্ত হাসি, সাড়াতেই তড়িৎ!
প্রিয়া কাছে এসো পরশ দাও
নয়তো হয়ে যাবো একদম উধাও!
চুপ থেকে থেকে হয়েছি বিষণ্ণ
জোগাড় করতে পারছি না অন্ন!
কোনো লাভ নেই একা থেকে
রমণীর কাছেই প্রেরণার দীপ্তি থাকে!
বিজয়ী হয়েছে পুরুষ নারীর ছোঁয়ায়
যা এড়িয়ে যুবক সব হারায়।
এসো না! পাশে বসো না!
দেখো কেমন প্রাণবন্ত, মুছে যাতনা!
তোমায় নিয়েই তৈরি করব জান্নাত
একসাথে উঠে দেখবো রোজ প্রভাত!
তোমায় না পেয়ে গেছে ভারসাম্য
সানন্দে এসো দেখো হই অদম্য!
উত্তরা, ঢাকা।
১০.১১.২০২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


