আমিও এদেশের সন্তান
সাইফুল ইসলমা সাঈফ
ছেড়ে দাও চেয়ার, নিয়েছ প্রতিশোধ
আর করোনা সত্য পথের প্রতিরোধ!
অনেক মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছ বারবার
অনেক প্রাণ নিয়েছ কেড়ে প্রতিবার!
বিরোধী হলেও আমিও এদেশের সন্তান
অমিলের কারণের নিওনা আমার জান!
তোমার সন্তান সুনিশ্চিত সুখে আছে
ভালোবাসি তবুও কেন? মৃত্যু কাছে!
আমরা তো মৌলিক পূরণেই ব্যর্থ
হতে পারিনি চেষ্টা করেও যথাযথ!
সাহস থাকলে দেখাও ঘুরে মুক্ত
পারবে না, ঝরবে তোমার রক্ত!
সবাই তোমার মতে একমত না
প্রিয় তোমায় সকলে বলে না!
সসম্মানে চলে যাও দূরে দূরে
তোমায় যারা সমর্থন করে মাস্তান
হয় হয় অবশ্যই পড়েছ, অপমান!
চিরদিন চাইলেও থাকতে পারবে না
আর পেওনা ঘৃণা, বাড়ছে যাতনা!
মিথ্যে না তোমরা কর বিলাসিতা
তোমাদের মাঝে বিদ্যমান বহু পতিতা!
ওরা অশালীন চলে শহরে তরে
যুবক বলছি, ক্ষতিগ্রস্ত দেখে তারে...
আমার চিন্তা ভাবনা করে নষ্ট
সমাজে বাড়ছে, সংসারে বাড়ছে কষ্ট!
অতিরিক্ত সম্মান পাওয়ার জন্য প্রার্থনা
সেজন্য হারাচ্ছো সব, নংরা কামনা!
লাল সবুজ আমার পছন্দের রঙ
আর করোনা অহং আর ঢঙ!
উত্তরা, ঢাকা।
১৫.১১.২০২৩
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




