প্রকাশ্যে বলছি
সাইফুল ইসলাম সাঈফ
এই মেয়ে তোমাকে কখনো বলেছি?
ভালোবাসি খুব ভালোবাসি!
এই মেয়ে তুমি বলেছো কখনো ?
খুব ভালোবাসি, ভালোবাসি!
কত যে রূপে মুগ্ধ হয়েছি
কত যে দেহ আসক্ত হয়েছি
কত যে গুণে প্রেমে পড়েছি
সুখ-দুখে আলহামদুলিল্লাহ ভালো আছি!
বিয়ে ছাড়া সব নারীই অবৈধ
স্ত্রীই হলো একমাত্র বৈধ!
আল্লাহর নিয়ম ছাড়া সব স্পর্শ যিনা
বিশ্বাস কর আর না কর, বললেও মানি না!
আসল পুরুষ হতে হলে কি করতে হবে ভ্যবিচার?
যারা করে তারা করে নিজের প্রতি অবিচার!
প্রকাশ্যে বলছি, সম্প্রতি যুবক-যুবতী
লিপ্ত হচ্ছে, করছে অবৈধ রতি!
আমি এখনও ছোঁয়া বা সহবাস করিনি
কিন্তু অনেক যিনা কারীর উপদেশ পেয়েছি, মানেনি!
ওরা উৎসাহ যোগায় ভ্রান্ত পথের
উপহাস করে সহজ সরল পথের!
উত্তরা, ঢাকা।
০৫.১১.২০২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


