পাখির মত
সাইফুল ইসলাম সাঈফ
পাখির মত কতদিন বের হয়েছি
খালি পেটে! এই শহর ঐ শহর
মাঠ-ঘাট ঘুরেও কোনো আহার-
জোটেনি! মানুষের খাবার বেচা-কেনা-
হয়! খাদ্যের পসরা সাজানো সবখানে
ছড়িয়ে-ছিটিয়ে থাকে না! কিনে খেতে হয়!
না বলে খেলেই আছে নিশ্চয়ই ভয়!
মানুষের আয় করতে হয়! তারপর...
বিনিময় করে চলতে হয়!
তবুও অনেকে দ্বারে দ্বারে যায়।
আবর্জনায় পচা-গলা যা মিলে-
গিলতে তা সত্যিই খুবই কঠিন!
আমরা পাখি নই, পাখির মত নই
কত না ভাবে আমরা রই!
কখনো কখনো জোটে
প্রতিদিন আশেপাশে ফুল ফোটে!
সুবাস ছড়ায়, মুগ্ধ করে
আবার কেউ মারে....
আমার আছে প্রতিবন্ধকতা
আমার আছে দৃঢ়তা!
সুখের জন্য প্রায় সবাই ছুটে
তবুও বহুর হৃদয় যায় টুটে!
উত্তরা, ঢাকা।
১১.০২.২০২৪
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


