আয়ত্তে
সাইফুল ইসলাম সাঈফ
আমারই অজানা, আমার প্রকাশ্য অপ্রকাশ্য
গোপন ঘেঁটে জানতে চাওয়া রহস্য!
প্রায় প্রত্যেকের আছে অনেক সমস্যা
প্রায় প্রত্যেকের আছে স্বপ্ন-আশা।
বহু ঘটনা অকারণে ঘটে যায়
যা কাঁদায় আর খুব ভাবায়!
প্রতিটা পুরুষকে অনুপ্রাণিত করার জন্য
প্রেমময়ী রমণীর সঙ্গ করে অনন্য।
এখনো আমার হৃদয় হয়নি শীতল
বোকা! বুঝিনি ললনার সুন্দর অতল!
প্রতিদিন পথ চলি, কতটুকু খেয়ালে
একদৃশ্য করে শেষ তার ফলাফলে...!
আমার জীবনের মুহূর্তগুলো আয়ত্তের বাহিরে
কী করতে পারলাম, ধ্বংস তলেতলে!
তন্দ্র-নিন্দ্রা স্পর্শ করে সেজন্য
হচ্ছি না সফল, হচ্ছি বিপন্ন।
মনেরকথা বুঝা আমার পক্ষে অসম্ভব
রক্ষা কর সবজান্তা আল্লাহ-রব।
ভাব প্রকাশ কর খোলাখুলি ভাষায়
যারা আছো আশায় আর আশায়!
উত্তরা, ঢাকা।
২১।০২।২০২৪
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



