প্রজাপতির ডানায়
সাইফুল ইসলাম সাঈফ
নাড়া দিয়ে গেছে, হঠাৎ কম্পন
সুন্দর গুলো চমৎকার! দেখি স্বপন।
প্রেম কাকে বলে অনুভূত হয়নি
সুখ, স্বস্তি, হৃদয় এখনো পায়নি।
উৎসাহিত হয়ে রাখলাম প্রজাপতির ডানায়
কত যে রূপ দেখি আয়নায়।
অনেক অতৃপ্তিতে ক্লান্ত, খুব অশান্ত
সব আনন্দ হয়েছে আজ অন্ত।
মনের বল হারিয়ে একদম সবশেষ
কোনোভাবে হচ্ছি না একটুও বেশ!
চাই প্রেম আসুক, করুক শীতল
বাঁচার আশা পাই যেন প্রবল।
ষোল ফাল্গুন প্রস্ফুটিত সাদা ফুল
আমার জীবনে যা করেছি ভুল!
বর্তমান, বেঁচে আছি, খালি পরাজিত
ঐশী জ্ঞান, প্রজ্ঞা করে আনন্দিত।
সেক্টর-০৫, উত্তরা, ঢাকা।
২১.০২.২৪
০৭.০৩.২৪
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



