যায় সময়
সাইফুল ইসলাম সাঈফ
প্রভু হেলা করে যায় সময়
হয় না কেনো মুহূর্ত সুখময়?
রমণীর ছোঁয়া ছাড়া গেলো তরুণতা
উজ্জীবিত হচ্ছে না তাই তরুলতা।
তুমি তো বলেছো ব্যভিচার পাপ
কিন্তু প্রায় হৃদয়ে যিনার ছাপ!
উসকে দিচ্ছে সমাজ ভুল পথে
আনন্দ মেলে খুব মন্দের সাথে।
বিত্ত কেনো দিলে না আমায়
তাহলে কবেই হতাম অতি প্রাণময়!
এত দুরূহ, এত উতলা একলা
কবে পাবো সুখ যাচ্ছে বেলা!
তোমার কাছে প্রার্থনা কমাও যন্ত্রণা
দাও সঙ্গী, থাকবে একান্ত, দেবে প্রেরণা।
দলিপাড়া, তুরাগ, ঢাকা।
০৭.০৬.২০২৪
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০২৪ রাত ১১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



