৫ মে ২০১৩
সাইফুল ইসলাম সাঈফ
মাঝে মাঝে পত্রিকা কিনে পড়ি
তাই যাচ্ছি সেই উদ্দেশ্যে রাজলক্ষ্মী
হঠাৎ দেখি জনতার ঢল, শ্লোগানে মুখরিত
নারায়ে তাকবীর আল্লাহু আকবার
গায়ের লোম দাঁড়িয়ে গেলো
মানে আমি শিহরিত হলাম
কেমন যেনো অস্থির হয়ে ওঠি
রাজলক্ষ্মীর সাত তলায় সাইবার ক্যাফ
ইন্টরনেট ব্যবহার করার জন্য
সেখানে যাচ্ছি, লিফটে ওঠার জন্য
সাথে আরো দুজোন ওঠলো
একজন বলল আমি যদি ছেলে হতাম
আমিও মিছিলে যেতাম
এ কথা শুনে মনে সাহস চলে এলো
ওয়েব ব্রাউজ করতে পারছিলাম না!
তাই চলে এলাম আন্দোলনে যাওয়ার জন্য
কিন্তু পকেটে টাকা ছিলো না!
এক পরিচিত বড় ভাইকে কল দিলাম
তাকে সমস্যা কথা জানালাম
সে দিতে রাজি হলো এবং দিলো।
আমার আরো দুজন বন্ধু মিলে
চলে গেলাম সমাবেশ স্থলে
সারাদিন থাকি, ফিরে আসি সন্ধ্যা হলে
সেই রাতে অনেকেই ফেরেনি ঘরে!
উত্তরা, ঢাকা।
২৬.১০.২০২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


