বেলা-ঊষা
সাইফুল ইসলাম সাঈফ
শুনে আত্মহারা, রেখেছ আমায় হৃদয়ে
উত্তাল ঢেউ তোমার সময়ে সময়ে।
আমার চাঞ্চল্য, তোমায় কম্পিত করে
তোমার কথাগুলো আমায় খুশি করে।
এখনই তো তোমার বেলা-ঊষা
চাই আস্থা রাখো আর আশা।
এখনই তুমি পরিপূর্ণ আর পূর্ণিমা
তুমি হতে পারো জেরিন উপমা।
যথাযথ সিদ্ধান্ত নেয়ার সময় এখন
তোমার হবে সৌভাগ্য, উজ্জ্বল গগন।
চাইলে দেখা হবে আর মিলবে
না চাইলে মুহূর্ত যন্ত্রণাকর অভাবে!
সুখের ছোঁয়ায় শিহরিত সুবাসিত হবে
নতুন করে রঙিন দিন পাবে।
প্রতিদিন আঁধার হয় আবার আলোকিত
রোদেলা আকাশ হয় মেঘে আচ্ছাদিত।
করে দেখো জিজ্ঞাসা আমি কেমন
জানতে চায় চিত্ত তুমি যেমন।
জানাবে জানবে এটাই সমাজের নিয়ম
মেধা-সম্পদ সবার নয় একরকম।
উত্তরা, ঢাকা।
২৯.১০.২০২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


