অনিশ্চিত
সাইফুল ইসলাম সাঈফ
সে আয়োজন করেছে একটি অনুষ্ঠান
তাই সে করেছে আমায় আমন্ত্রণ।
যেতে পারবো কী না অনিশ্চিত
অবশেষে সফল হয়েছে যাওয়া নিশ্চিত।
ভোরে উঠে প্রস্তুত যাওয়ার জন্য
রাতে ঘুম হয়নি একটুও সেজন্য।
ঠিকঠাক মতো পৌছে গেলাম ঠিকানায়
অস্থির কতকিছু আসে চিন্তায় ভাবনায়।
বসে আছি হঠাৎ সে এলো
মনে হলো আমার কাছে প্রথমআলো।
কিছুক্ষণ পর সে জিজ্ঞেস করলো
কেমন আছি আমি, চমৎকার লাগলো।
মনে মনে দোলা দিয়ে প্রফুল্ল
ভীষণ খুশি মুহূর্ত তখন উৎফুল্ল।
সারাক্ষণ তাকে রেখেছি নজরে নজরে
যদি কাছে পেতাম অনুরাগে তারে।
সুন্দর ভাবে গেলো কাঙ্খিত দিন
খেয়ালে খেয়ালে থাকে রাত-দিন।
তুমি কি হবে আমার প্রেয়সী
তোমায় দিবো সুখ রাশি রাশি।
আনন্দে চলে গেলো সেই দিন
স্মৃতি হয়ে আজীবন খুশি অমলিন।
উত্তরা, ঢাকা।
২৮.১১.২০২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



