জুম্মাবার
সাইফুল ইসলাম সাঈফ
প্রতি শুক্রবার ইমাম এর নেতৃত্ব
মেনে নিয়ে আমরা মুসলিমরা
হই একত্রিত, হই সম্মিলিত
ভুলে যাই সবাই হৃদয় ক্ষত!
খুতবা শুনি আমরা একাগ্রচিত্তে
চলে আসি সকলে একই বৃত্তে।
কানায় কানায় পরিপূর্ণ প্রতিটি মসজিদ
ঐক্য থাকলেই মুসলিমের জিৎ-ঈদ।
তখন থাকে না কোনো দলীয় পরিচয়
একত্র থাকলে প্রত্যেকের সুনিশ্চিত বিজয়।
এসো দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে
চলে যাই, সামনে এগিয়ে।
মতপার্থক্য আমাদের ভিন্ন করে
আল্লাহ, আল্লাহর রাসূলের বাণী অভিন্ন করে।
চলে এসো একই ছায়া তলে
পৃথিবী সাজবে ফুলে-ফলে।
কারো প্রতি হবে না জুলুম
এক সৃষ্টিকর্তা আমরা মালুম।
উত্তরা, ঢাকা।
০৭.-৫.২০২৫
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০২৫ বিকাল ৪:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



