সে দূরে
সাইফুল ইসলাম সাঈফ
সে দূরে, দূরে আছে সে
হঠাৎ ইচ্ছে হলো পেতে।
মনমতো কতকিছুই নজরে পড়ে
দিন যায়, যায় তারে ভেবে।
ছোঁয়া যায় না, ধরা যায় না
কেবল খেয়ালে আসে, অন্যমনা।
উৎসাহ না পেয়ে, পেয়ে, শেষ
একটু সুখি হলেই বাড়ে ক্লেশ।
বিজয়ী হলে পড়ে সবার নজরে
পরাজিত হলে উপহাসে মরে।
প্রতিদিন আমি হেরে যাই যুদ্ধে
বিমোহিত করে ফুল সুগন্ধে।
আমার আর যোগ্যতা হলো না
তাই আমার যায় না ভাবনা।
আমার চেষ্টাগুলো খুব মূল্যহীন
দেখে না, দেখে না, সুদিন।
হে স্রষ্টা সহ্য হয় না আর
এত দুঃখ; এবার পেতে চাই ছাড়।
কেন আমার ভাগ্য খুলে না
কেন আমার ভীষণ যন্ত্রণা!
স্বপ্ন দেখা দিয়েছি বাদ কবেই
যেভাবে ঘটে ঘটনা নিয়েছি মেনেই।
উত্তরা, ঢাকা
১১.০৫.২০২৫
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০২৫ রাত ১০:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




