আমার কলম কাঁদে
যখন আমি দুঃখ পাই, পাই কষ্ট;
যখন আমার রাত কাটে
নির্ঘুম, নিঃশব্দে,
স্মৃতিগুলো হৃদয় মাঝে স্পষ্ট।
ডায়রীর পাতাগুলো এলোমেলো,
টেবিল ল্যাম্পটা মিটি মিটি জ্বলে,
আলো আঁধারিতে চুপি চুপি,
আমার কলম কাঁদে।
যখন মনে পড়ে সেই সব স্মৃতিগুলো,
আমার কলম কাঁদতে থাকে,
কি যে কষ্ট আমার নির্ঘুম রাতে
কলম তা ডায়রীকে বলতে থাকে।
আমার কলম বুকে অনেক ব্যথা
আর আমার কষ্টের বোঝা নিয়ে
ডায়রীর বুকে চলতে থাকে,
আমার কলম আমার কষ্টের সাথী
সে যে আমার একমাত্র বন্ধু
আমার এই কষ্টের জীবনে।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০০৮ রাত ৩:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




