আজ জানাবো এক নির্মম, অমানবিক নিষ্ঠুরতার কথা। যে ইতিহাস জানতাম না দেখে আমি লজ্জিত, আর যে সুশীল বুদ্ধিজীবী, জ্ঞানপাপীরা এই ইতিহাস আমাদের জানতে দেয়নি তাদের প্রতি মনের গভীর থেকে ঘৃনা। গহর রিজভির মতো জারজ সন্তানগুলো তারপর ও ভারত মাতা বলে নমঃ নমঃ করে কেন??
Nellie Massacre হয়েছিল আসামে ১৮ ফেব্রুয়ারি ১৯৮৩ সালে। এটি ৬ ঘণ্টা স্থায়ি হয়েছিল। এই হত্যা যজ্ঞে ৫০০০ মানুষ হত্যা করা হয়েছিল যার মধ্যে ৩৫০০-ই ছিল শিশু(মুসলিম)। গণহত্যার মূল শিকার ছিল ৭১ এর যুদ্ধে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশী মুসলমানরা। আসামের ১৪ টি গ্রামে এই হত্যা যোগ্য চালানো হয় গ্রাম গুলো সম্পূর্ণ পুড়িয়ে দেয়া হয়,তার মধ্যে একটি ছিল Nellie । এই হত্যার কারন ছিল মুলত আসামের বিরোধী দলের দাবী। তারা দাবী করে যদি অবৈধ আধিবাসিদের সরানো না হয় তবে তারা নির্বাচনে অংশ নিবে না। তাদের এই দাবির প্রেক্ষিতে ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসী RSS এই হত্যা যোগ্য পরিচালনা করে।
এই নির্মম হত্যার পর ভারত সরকার জুলুমের শিকারদের মাত্র ৫০০০ টাকা ধরিয়ে দেয়। ৩১০ টি মামলা হয় এই জঘন্য হত্যাকারিদের কিন্তু কোনটিরই পরে মিমাংশা হয়নি এবং অপরাধীরা কোন শাস্তি পায়নি।
৭১-এ পাকিস্তনিদের নির্মম পাশবিক হত্যাযজ্ঞের জন্য আমরা তাদের হায়না, পিশাচ ইত্যাদি উপাধি দিয়েছি।কিন্তু এই নিষ্পাপ শিশুদের যারা হত্যা করেছে তাদের আমরা কি উপাধি দিব?
বিশ্বকে জানাতে সবাই লেখাটি শেয়ার করার অনুরোধ রইলো। মোবাইল শেয়ার লিঙ্ক . http://on.fb.me/vFXHaH
তথ্যঃ http://en.wikipedia.org/wiki/Nellie_massacre [উইকিপিডিয়া]
ভিডিও দেখুন Click This Link
আরও তথ্যের জন্য Click This Link
(ফেসবুক গ্রুপ থেকে পাওয়া)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




