০৫ অগস্ট ২০১০ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে অনুষ্ঠিত চিহ্নসম্মিলনে চিহ্নপ্রধান ড. শহীদ ইকবালের নেতৃত্বে চিহ্ননির্বাহী রহমান রাজু, চিহ্নকর্মী ড. শফিক আশরাফ, ড. তুহিন ওয়াদুদ, ড. নিত্য ঘোষ, সৈকত আরেফিন, মিন্টু দে ও গৌতম দত্ত এক নিবিড় বৈঠকে মিলিত হন। এই বৈঠকে ২০১১ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে প্রকল্পিত চিহ্ন যুগপূর্তি সম্মিলন ব্যবস্থাপনার জন্য একটি কেন্দ্রীয় উৎসব উদযাপন পর্ষদ ও ১১টি উপ-পর্ষদ গঠন করা হয়। এছাড়া উৎসব আযোজনে একটি অতিথি পরিকল্পনাও প্রস্তাব করা হয়।
উৎসব অতিথি(প্রস্তাবিত)
০১. শওকত আলী
০২. সৈয়দ শামসুল হক
০৩. হাসান আজিজুল হক
০৪. আবদুল্লাহ আবু সায়ীদ
০৫. নির্মলেন্দু গুণ
০৬. সেলিনা হোসেন
০৭. মোহাম্মদ রফিক
০৮. ফারুখ সিদ্দিকী
০৯. হরিপদ দত্ত
১০. ময়ূখ চৌধুরী
১১. হরিশঙ্কর জলদাস
১২. মুহম্মদ জাফর ইকবাল
১৩. নূহ উল আলম লেনিন
১৪. সরকার আশরাফ
১৫. মামুন হুসাইন
১৬. জাকির তালুকদার
উৎসব উদযাপন পর্ষদ
উৎসব আহ্বায়ক: চিহ্নপ্রধান
উৎসব সচিব: চিহ্ননির্বাহী
উৎসব সদস্য:
০১. শামীম নওরোজ
০২. শফিক আশরাফ
০৩. ফারুক আকন্দ
০৪. কাজল কাপালিক
০৫. তুহিন ওয়াদুদ
০৬. কান্তি তুষার
০৭. আকতার আরণ্যক
০৮. হাসান বুলবুল
০৯. তবিবুর রহমান
১০. কুমার দীপ
১১. আতিক জামান
১২. নিত্য ঘোষ
১৩. সৈকত আরেফিন
১৪. পুলক পারিজাত
১৫. ত্রিস্তান আনন্দ
১৬. খালেক মিঠু
১৭. নিধিরহমান হিল্লোল
১৮. মাসউদ উর রহমান
১৯. কামরুজ্জামান
২০. দোলন হক
২১. মিঠু অধমন
২২. মেহেদী মিলন
২৩. মাসুদ কৌণিক
২৪. মাওলা প্রিন্স্
২৫. শামীম সাইয়িদ
২৬. শেখ নাজমুলহাসান
২৭. ইফতেখার মাহমুদ
২৮. ইলিয়াস আহমেদ
২৯. সজল সমুদ্র
৩০. অনুজ আদিত্য
৩১. অনিন্দ্য প্রভাত
৩২. পিয়াল প্রত্যয়
৩৩. বিপন্ন বাউলা
৩৪. গৌতম দত্ত
৩৫. মিন্টু দে
৩৬. রাসু
৩৭. নিশিথ
৩৮. মর্মরিত ঊষাপুরুষ
৩৯. মাকসুদা লাবণী
৪০. ফারাহ ফাল্গুনী
উৎসব উদযাপন উপ-পর্ষদ
০১. উৎসব সূচনা উপ-পর্ষদ
সমন্বয়ক: তুহিন ওয়াদুদ
( নিবন্ধন, উপকরণ বণ্টন, অনানুষ্ঠানিক পরিচয়, উদ্বোধন, র্যালি)
০২. সেমিনার উপ-পর্ষদ
আহ্বায়ক: শহীদ ইকবাল
০৩. সম্পাদক সমীপে ও কবিতা পাঠ উপ-পর্ষদ
সমন্বয়ক: শামীম নওরোজ
০৪. শব্দ, আলো ও গান উপ-পর্ষদ
সমন্বয়ক: রহমান রাজু
০৫. চিহ্নসম্মাননা উপ-পর্ষদ
সমন্বয়ক: নিত্য ঘোষ
০৬. আপ্যায়ন উপ-পর্ষদ
সমন্বয়ক: শফিক আশরাফ
০৭. আবাসন উপ-পর্ষদ
সমন্বয়ক: তবিবুর রহমান
০৮. প্রচারণা উপ-পর্ষদ
সমন্বয়ক: সৈকত আরেফিন
০৯. প্রকাশনা উপ-পর্ষদ
সমন্বয়ক: গৌতম দত্ত
১০. অতিথি অভ্যর্থনা ও পরিবহন উপ-পর্ষদ
সমন্বয়ক: খালেক মিঠু
১১. বই ও পত্রিকা তথ্য সংগ্রহ উপ-পর্ষদ
মিন্টু দে
চিহ্ন যুগপূর্তি উৎসবে সকলকে উদার আমন্ত্রণ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





