somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৪৪৮ জন আত্মস্বীকৃত দুর্নীতিবাজের তালিকা

২০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৪৪৮ জন আত্মস্বীকৃত দুর্নীতিবাজের তালিকা
সত্য ও জবাবদিহিতা কমিশনে (ট্রুথ কমিশন) স্বীকারোক্তি দেওয়া ৪৪৮ জন আত্মস্বীকৃত দুর্নীতিবাজের তালিকা জাতীয় সংসদে প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদে প্রশ্নোত্তর পর্বে সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিকের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা এই নামের তালিকা প্রকাশ করেন। দুর্নীতিবাজদের তালিকার নিম্নে তুলে ধরা হলো : সাইফুল ইসলাম, প্রধান প্রকৌশলী (সাময়িকভাবে বরখাস্ত), সিলেট সিটি করপোরেশন, সিলেট। রোজিনা সুলতানা রিমি, স্বামী-সাইফুল ইসলাম। শামসুন্নাহার চৌধুরী, স্বামী-এ বি ফখরুল আলম তালুকদার। মো. ফখরুল আলম তালুকদার, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সড়ক ও জনপথ অধিদফতর, ঢাকা। মো. সাইফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং বিভাগ), বাআনৌপ কর্তৃপক্ষ। শারমিনা ইসলাম, স্বামী-মো. সাইফুল ইসলাম। আবু বকর সিদ্দিক, উপসহকারী প্রকৌশলী, ঢাকা ডিভিশন, বিআইডব্লিউটিএ, ঢাকা। ফজিলা খাতুন, স্বামী-আবু বকর সিদ্দিক। মো. জহীরুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী, প্রকৌশল বিভাগ, খুলনা ডিভিশন, বিআইডব্লিউটিএ, খুলনা। আফরোজা খানম, স্বামী-মো. জহীরুল ইসলাম। এ এইচ মো. ফরহাদুজ্জামান, সহকারী প্রকৌশলী, প ও ন সার্কেল, বিআইডব্লিউটিএ, মতিঝিল, ঢাকা। ফেরদৌস জাহান, স্বামী-কাজী নুরুজ্জামান। আবদুল মালেক কাজী, সাব-রেজিস্ট্রার। দেওয়ান জাফরুল হাসান, বিভাগীয় বন কর্মকর্তা (সাময়িকভাবে বরখাস্ত)। মো. জিলস্নুর রহমান, ডেপুটি ম্যানেজার (এস্টেট) (সাময়িকভাবে বরখাস্ত)। মো. খায়রুল মোস্তফা, প্রকল্প পরিচালক (যান্ত্রিক), বন্দর, চট্টগ্রাম। এ কে এম ফয়জুর রহমান, সাবেক প্রধান প্রকৌশলী, সড়ক ও জনপথ অধিদফতর, ঢাকা। মো. জহুরুল ইসলাম খান, সাব-রেজিস্ট্রার। মো. নাজমূল হক, সাবেক নির্বাহী প্রকৌশলী, সওজ। সৈয়দ সাখাওয়াত হোসেন চৌধুরী, ঊর্ধ্বতন হিসাবরক্ষক (নিরীড়্গা), বিটিসিএল। মো. মনিরুজ্জামান চৌধুরী, উপপরিচালক (হিসাব-১)। মো. আব্দুল হামিদ হাওলাদার, জেলা রেজিস্ট্রার ও তার স্ত্রী সফুরা খাতুন। মো. মুজিবর রহমান, সাবেক অধ্যক্ষ, মেহেরপুর সরকারি কলেজ, মেহেরপুর। মো. মুজিবুর রহমান, সাব-রেজিস্ট্রার। মো. আব্দুর জব্বার খান, সাব-রেজিস্ট্রার। মো. রেজাউল করিম, সাব-রেজিস্ট্রার। মো. মোহাম্মদ আলী সাব-রেজিস্ট্রার। রেজাই রাব্বি মাতুবলবুদ দারাইন ও তার স্ত্রী কামরুন নাহার জোছনা। মো. আব্দুল আউয়াল, সাব-রেজিস্ট্রার, মো. নুরুল ইসলাম, উচ্চমান সহকারী, বিআরটিএ। খন্দকার আজাদুর রহমান, প্রধান প্রকৌশলী, সওজ, ঢাকা। হারুন আল রশিদ, সাবেক ব্যবস্থপনা পরিচালক, এসেনসিয়াল ড্রাগ। মঞ্জুর আহমেদ ভূঁইয়া, নির্বাহী প্রকৌশলী, সওজ। মো. নূরুল ইসলাম, স্বত্বাধিকারী। মোসত্মাক আহমেদ চৌধুরী, সহকারী পরিচালক। মো. ইলিয়াছ, সহকারী প্রকৌশলী। ফণিভূষণ সরকার, ক্যাশিয়ার কাম সুপারভাইজার। জান্নাতুল মাওয়া, স্বামী-মো. ইলিয়াছ। মো. আব্দুল মজিদ, প্রিন্সিপাল, এপ্রেইজার। আব্দুল লতিফ বিশ্বাস, ওয়ার্ক সুপারভাইজার। মো. নুর আলম, উপসহকারী প্রকৌশলী। এস এম জহুরুল হক রাব্বানী, অধ্যক্ষ, টেঙটাইল। শহিদ উল্যা, ইনস্ট্রাক্টর। এম আতিকুল আজম, বন সংরক্ষক। আছিয়া আজম, স্বামী-এম আতিকুল আজম। অসিত রঞ্জন পাল, বিভাগীয় বন কর্মকর্তা। রঞ্জনা বিশ্বাস, স্বামী-অসিত রঞ্জন পাল। মো. আনিছুর রহমান চৌধুরী, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার। মো. আক্তার হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সওজ। রাব্বুস সোবহান, সাব-রেজিস্ট্রার। মো. সাইদুল হাসান, স্টোর কিপার। এ কে এম শামছুল হক, স্টোর কিপার। মো. আব্দুল মমিন, সহকারী ভারপ্রাপ্ত স্টোর কিপার। মো. মুরশীদ আবেদীন, প্রকল্প প্রকৌশলী। মো. আব্দুস সেলিম, মোটরযান পরিদর্শক। সেলিনা বেগম জোয়ার্দ্দার, স্বামী-আব্দুল আজিম জোয়ার্দ্দার। সালাউদ্দিন, ফরেস্টার। নারায়ণচন্দ্র মজুমদার, ফরেস্টার। নির্মল কুমার দত্ত, ফরেস্টার। মোদাচ্ছের হোসেন, ফরেস্টার। মো. সেলিম, ফরেস্টার। মো. আব্দুর রাজ্জাক, উপসহকারী প্রকৌশলী, সওজ। মো. আলম, পার্টনার, এমএইচ সিটিএসএল। মো. শহিদুলস্নাহ খান, পার্টনার, এমএইচ সিটিএসএল। মোহাম্মদ আলী, সাবেক উপবিভাগীয় প্রকৌশলী, সওজ। মো. এমদাদুল হক, সাবেক উপসহকারী প্রকৌশলী। কাজী নজরুল ইসলাম, সাবেক উপসহকারী প্রকৌশলী, সওজ। মো. হাবিবুর রহমান খান, সাবেক উপসহকারী। এ এস এম ছাইফুল ইসলাম, সাবেক উপ-সহকারী প্রকৌশলী, সওজ। মো. বদরুল আলম, সাবেক উপবিভাগীয় প্রকৌশলী, সওজ। মো. আবুল বাসার মিয়া, সাবেক উপসহকারী প্রকৌশলী, সওজ। আবু ছালে মো. নুরুজ্জামান, সাবেক উপবিভাগীয় প্রকৌশলী, সওজ। এ কে এম আজাদ রহমান, সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী, সওজ। মো. নুর আলম, উপসহকারী প্রকৌশলী, সওজ। কেরামত আলী, মালিক, মেসার্স বিনিময় ট্রেডার্স। আব্দুল গাফফার হোসেন, মালিক, মেসার্স এজি ট্রেডার্স। বিশ্বজিৎ সিংহ, নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক। মো. জাকারিয়া, অফিস সহকারী। মো. শাহিন হাওলাদার, স্টোরকিপার। মো. আবুল বশর চৌধুরী, নিরাপত্তা পরিদর্শক। মো. রফিকুল ইসলাম পাটোয়ারী, উচ্চমান সহকারী। ফরিদা আক্তার, স্বামী-দেওয়ান মোজাহার হোসেন। মো. হারুনার রশিদ, সাব-রেজিস্ট্রার। মো. আব্দুল হালিম, উপবিভাগীয় প্রকৌশলী (অবসরপ্রাপ্ত), সওজ। আফরোজা সামাদ, স্বামী-আব্দুস সামাদ মিয়া। আছিয়া বেগম, স্বামী-ইসমাইল হোসেন। মো. আকবর কাজী, দুর্গাপুর, রাজশাহী। মো. তৌহিদুল ইসলাম, দুর্গাপুর, রাজশাহী। মো. বজলুর হক, উপসহকারী প্রকৌশলী। মো. মকসেদ আলী, পিতা মৃত-কেপাত উলাহ। মো. বাছের আলী, দুর্গাপুর, রাজশাহী। মো. খোরশেদ আলম, দুর্গাপুর, রাজশাহী। মো. ফরিদ উদ্দিন, দুর্গাপুর, রাজশাহী। মো. আকবর আলী মুন্সী, দুর্গাপুর, রাজশাহী। মো. আজহার আলী, পিতা-মৃত ওয়াজেদ আলী। মো. আজিজুর রহমান, সাব-রেজিস্ট্রার। মো. মইনুল হক, মহাব্যবস্থপক। আহম্মদ ছোবহান, এপ্রেইজার (অবসরপ্রাপ্ত)। মো. আব্দুর রউফ তালুকদার, ঝালকাঠি। মো. জহিরুল ইসলাম, পিতা-মৃত ফজলুল করিম। মো. নজরুল ইসলাম, সহকারী প্রকৌশলী। সাখাওয়াত হোসেন, উপবিভাগীয় প্রকৌশলী। মো. কেরামত আলী খান, অবসরপ্রাপ্ত মহাব্যবস্থপক (বিপণন)। মো. আনোয়ার হোসেন, নরসিংদী। কবির আহম্মাদ, কানুনগো। পারভীন সুলতান চৌধুরী, স্বামী-কবির আহম্মদ। এ এস এম মমিনুল হক, বাজার সুপারভাইজার। খন্দকার সুজাত আলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী। বাসবি মাকসুদ, স্বামী-ফছি উদ্দিন। আলহাজ মো. ফারুক, সাব-রেজিস্ট্রার। মো. আব্দুল ওয়াদুদ, সাব-রেজিস্ট্রার। মো. নাসির উদ্দিন, সাব-রেজিস্ট্রার অফিস, গুলশান, ঢাকা। মাহবুবুর রহমান খান, অফিস সহকারী, উত্তরা সাব-রেজিস্ট্রি অফিস। সেলিনা বেগম, স্বামী-আব্দুল বাতেন। হামিদা বেগম, পিতা মরহুম দারোগা আলী মণ্ডল। নাইমা আহমেদ, স্বামী-আব্দুল হালিম, ক্রিসেন্ট রোড, ঢাকা। সালমা পারভীন, সেন্ট্রাল রোড, ধানমণ্ডি, ঢাকা। আয়েশা খাতুন, পিতা-মরহুম কাজী গোলাম রহমান। শাহিনা রহমান, স্বামী-মো. আজিজুর রহমান। এনসিসি থেকে প্রাপ্ত মামলা আব্দুল কাদির মোলা, ব্যবস্থপনা পরিচালক, থার্মেঙ গ্রম্নপ, ঢাকা। এম কালাম উদ্দিন আহম্মেদ, উপব্যবস্থপক, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. আলী আজগর সিদ্দিকী, সহকারী টেকনিক্যাল অফিসার, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. মাহফুজুল হক, এটিও, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. জাহাঙ্গীর আলম হাওলাদার, এটিও, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. মকছুদুল আল, এটিও, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. আক্তারুজ্জামান, উপসহকারী প্রকৌশলী, গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। বি এম জাকির হোসেন, সহকারী ব্যবস্থপক (অবসরপ্রাপ্ত), তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. গোলাম মোস্তফা খান, উপসহকারী প্রকৌশলী, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। গোলাম হোসেন পাটোয়ারী, উপব্যবস্থপক, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. ফরিদ উদ্দিন, ব্যবস্থপক, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. মাসুদুল হাসান উপব্যবস্থপক, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. মোসত্মাফিজুর রহমান, উন্নয়নকারী, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। জি এম আনোয়ার, হিসাব সহকারী, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. মোজাফফর হোসেন মিটার রিডার, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. রুহুল আমিন, মিটার রিডার, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. মকবুল হোসেন মিটার রিডার, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. বজলুর রহমান, মিটার রিডার, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. শাহিনুল ইসলাম, বিক্রয় সহকারী, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. খোরশেদ আলম পাটোয়ারী, বিক্রয় সহকারী, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. আলতাফ হোসেন গাজী, মিটার রিডার, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. কামাল হোসেন, মিটার রিডার, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. রফিজুল হক, মিটার রিডার, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. রফিকুল ইসলাম, মিটার রিডার, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. সফিক উল্যাহ, মিটার রিডার, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. মোজাম্মেল হক মিটার রিডার, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। আব্দুল কুদ্দুছ মিয়া, হিসাব সহকারী, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. মোসলেম উদ্দিন, মিটার রিডার, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. জহুরুল ইসলাম, মিটার রিডার, তিতাস গ্যাস টিএন্ডটি কোং লি.। মো. সাজ্জাদ হোসেন, মিটার রিডার, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. কাজীমুদ্দিন, ওয়েল্ডার, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. সিরাজুল ইসলাম, সুপারভাইজার সহকারী, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। এ বি এম সেলিম, সুপারভাইজার, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। তোফায়েল আহমেদ চৌধুরী, সুপারভাইজার, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. মনসুর আলী সিকদার, মিটার রিডার, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। ভজন কুমার বণিক, মিটার রিডার, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. আজাদুল হক টিসিসি, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. মাসুদুল হক, মিটার রিডার, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. আব্বাস উদ্দিন, মিটার রিডার, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. রেজাউল হক মিটার রিডার, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। এ বি এম নূরনবী, বিক্রয় সহকারী তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. নুরুল ইসলাম প্রকর্মী, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। ডি এম কাদের, প্রকর্মী তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. আশরাফ উদ্দিন ভুইয়া, মিটার রিডার, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. মান্নান, মিটার রিডার, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. আব্দুল জব্বার সুপারভাইজার, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. হাবিবুর রহমান, মিটার রিডার, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। শেখ শহীদুল ইসলাম, মিটার রিডার, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. জোবায়ের হোসেন, সুপারভাইজার, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. আবু মুছা, হিসাব সহকারী, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. জাহাঙ্গীর আলম বিক্রয় সহকারী, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. মোস্তফা কামাল, ওয়েল্ডার, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. আবু মাসুদ, সুপারভাইজার সহকারী, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. দেলোয়ার মোর্শেদ, হিসাব সহকারী, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. মোহসীন আলী, মিটার রিডার, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. আব্দুল সালাম, জুনিয়র প্রকর্মী, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। কাজী আব্দুল হান্নান, সুপারভাইজার, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. রহমাতুল মুক্তাদীর, সুপারভাইজার, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. সফিউদ্দিন, সুপারভাইজার, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। গোলাম মোস্তফা খান ইউসুফ জাই, সুপারভাইজার, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. সারোয়ার হোসেন, সুপারভাইজার, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. আসাদুজ্জামান, সিনিয়র ইলেকট্রিশিয়ান, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. আজিজুল ইসলাম, জুনিয়র ওয়েল্টার, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. ইসহাক মিয়া, হিসাব সহকারী, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। ইউনুছ আলী গাজী, অফিস সহকারী, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. ইউসুফ, উন্নয়ন সহকারী (অবসরপ্রাপ্ত), তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. সাইফুল ইসলাম, হিসাব সহকারী, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. আব্দুর রাজ্জাক, হিসাব সহকারী, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. আব্দুর রশিদ, হিসাব সহকারী, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। এম এম হারুন-আল-রশিদ, সুপারভাইজার, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. হানিফ শেখ, হিসাব সহকারী, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. আক্তারুল ইসলাম, মিটার রিডার, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. আ. আলিম খান, মিটার রিডার, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. জাকির হোসেন, হিসাব সহকারী, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মোহাম্মদ হোসেন খান, প্রকর্মী (অবসরপ্রাপ্ত), তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. তফাজ্জাল হোসেন পাটোয়ারী, সাহায্যকারী, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. মোজাম্মেল হক, টিসিসি, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. এ কে এম আনোয়ারুল হক, মিটার রিডার, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. সাইফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী, বিআইডব্লিউটিএ। মো. ইবরাহীম হোসেন, সাবেক পরিচালক, বিআইডব্লিউটিএ, ঢাকা। গিয়াস উদ্দিন আহমেদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সড়ক ও জনপথ, ঢাকা। মো. ইছহাক, প্রকর্মী (অবসরপ্রাপ্ত), তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোং লি.। মো. জাকির হোসেন, হিসাব সহকারী। মো. জহিরুল ইসলাম, জারিকারক, গৃহায়ন কর্তৃপক্ষ। মো. ফরিদুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী, গৃহায়ন কর্তৃপক্ষ। মীর জহুরুল আরেফীন, উপসহকারী প্রকৌশলী, গৃহায়ন কর্তৃপক্ষ। মো. লোকমান হোসেন মোলস্না, উপপরিচালক (ইঞ্জি.) বিআরটিএ, ঢাকা। দীবাকর সেন গুপ্ত, ম্যানেজার বিজিএসএল, কুমিলস্না। তাইজুল ইসলাম, প্রকৌশলী, বিজিএসএল, লক্ষ্মীপুর। মো. জসীম উদ্দিন চৌধুরী, সহকারী কর্মকর্তা, বিজিএসএল। খালেদ সাইফুলস্নাহ, বিক্রয় সহকারী বিজিএসএল। শহীদুল ইসলাম খন্দকার, ভাণ্ডার সহকারী, ফৌজদারহাট, চট্টগ্রাম। রেহান মিজি, টেকনিশিয়ান, বিজিএসএল, ফৌজদারহাট, চট্টগ্রাম। আলমগীর পাটোয়ারী, অফিস সহকারী, বিজিএসএল, ফৌজদারহাট, চট্টগ্রাম। আবুল কাসেম, বিক্রয় সহকারী, বিজিএসএল, কুমিলস্না। আকতার হোসেন, টেকনিশিয়ান, গ্রেড-১, বাখরাবাদ গ্যাস ফিল্ডস আরএমএম, কুমিলস্না। আব্দুর রব কেয়ারটেকার, বিজিএসএল, কুমিলস্না। মঈনুল ইসলাম, কেয়ারটেকার, বিজিএসএল, কুমিলস্না। এ কে এম ওবায়দুর রহমান খান চৌধুরী, সহকারী প্রকৌশলী, বিজিএসএল, কুমিলস্না। মো. শহিদুল ইসলাম, মহাপরিচালক (ইঞ্জি.) বিআরটিএ, ঢাকা। মো. ফজলুল করিম, সহকারী প্রকৌশলী, বিওবি বিভাগ, মগবাজার (ডেসা), ঢাকা। মো. শহিদুলস্নাহ তালুকদার, মিটার রিডার, বিওবি বিভাগ, মগবাজার, ডেসা, ঢাকা। মো. রফিকুল ইসলাম ভূইয়া, উপসহকারী প্রকৌশলী, বিওবি বিভাগ, মগবাজার, ডেসা, ঢাকা। মো. হারুন অর রশিদ, মিটার পরিদর্শক, ডেসা। মো. তফাজ্জল হোসেন খান, উপ-সহকারী প্রকৌশলী, ডেসা। মো. মোশারফ হোসেন, সহকারী প্রকৌশলী, বিওবি বিভাগ, পোস্তগোলা, ডেসা, ঢাকা। মো. আব্দুল বাতেন, উপবিভাগীয় প্রকৌশলী, ডেসা, ঢাকা। মো. শফিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী, বিওবি বিভাগ, মুগদাপাড়া, ডেসা, ঢাকা। মো. তোফায়েল আহমেদ, সহকারী প্রকৌশলী, বিওবি বিভাগ, মুগদাপাড়া ডেসা, ঢাকা। এ বি এম কামরুল ইসলাম, মিটার পরিদর্শক, বিওবি বিভাগ, মুগদাপাড়া ডেসা, ঢাকা। মো. ওমর ফারুক মোলস্না, উচ্চমান সহকারী, বিওবি বিভাগ, কাজলা ডেসা, ঢাকা। মো. আবু সাঈদ, উচ্চমান হিসাব সহকারী, বিওবি বিভাগ, মানিকনগর, ডেসা, ঢাকা। হাবিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী, বিওবি বিভাগ, মানিকনগর ডেসা, ঢাকা। মো. মোজাম্মেল হক, উপ-সহকারী প্রকৌশলী, বিওবি বিভাগ, তেজগাঁও, ঢাকা। আলী মোস্তফা কামাল, মিটার রিডার, বিওবি বিভাগ, তেজগাঁও, ডেসা, ঢাকা। মো. মিজানুর রহমান মিটার রিডার, বিওবি বিভাগ, শ্যামলী ডেসা, ঢাকা। শেখ আব্দুস সালাম, উপসহকারী প্রকৌশলী, ডেসা। মো. আবুল হায়াত, সিএসবি, বিওবি বিভাগ, খিলগাঁও, ডেসা, ঢাকা। মো. সালেহ উদ্দিন, নির্বাহী প্রকৌশলী, বিওবি বিভাগ, খিলগাঁও, ডেসা, ঢাকা। মো. সোহরাব হোসেন, মিটার রিডার, বিওবি বিভাগ, খিলগাঁও, ডেসা, ঢাকা। কাজী নজরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী, বিওবি বিভাগ, পরিবাগ, ডেসা, ঢাকা। মো. মোরশেদ আলম খান, সিএমবি, বিওবি বিভাগ, লালবাগ, ঢাকা। মো. আকরাম হোসেন, উপ-সহকারী প্রকৌশলী, বিওবি বিভাগ, সিদ্ধিরগঞ্জ, ডেসা, ঢাকা। মো. মজিবুর রহমান, সিনিয়র মিটার পরিদর্শক, বিওবি বিভাগ, নারিন্দা ডেসা, ঢাকা। রণজিত কুমার দত্ত, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বিওবি বিভাগ, মতিঝিল সার্কেল, ঢাকা। মো. আমির আলী, সহকারী হিসাব রক্ষক, বিওবি বিভাগ, শেরেবাংলা নগর, ঢাকা। মো. আব্দুর রশিদ মিয়া, মিটার রিডার, বিওবি বিভাগ, সাতমসজিদ, ডেসা, ঢাকা। মো. হাবিবুর রহমান, সহকারী প্রকৌশলী, বিওবি বিভাগ, নারায়ণগঞ্জ (পূর্ব), ঢাকা। মো. হেলাল উদ্দিন আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী, উন্নয়ন বিভাগ-২, ডেসা। এস এম ইলিয়াস, সহকারী প্রকৌশলী, বিওবি বিভাগ, উন্নয়ন বিভাগ, ডেসা। মো. শামসুল হক, উপ-সহকারী প্রকৌশলী, উন্নয়ন বিভাগ-৬, বিওবি বিভাগ, ডেসা। মো. আব্দুস সালাম, নির্বাহী প্রকৌশলী, বিওবি বিভাগ, স্ক্যাডা, পওস সার্কেল, ঢাকা। সুলতান আহম্মেদ, উপ-বিভাগীয় প্রকৌশলী, বিওবি বিভাগ, স্ক্যাডা ডিপিটিসি, কাটাবন, ঢাকা। মো. সাইফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (ম্যানেজার টেকনিক্যাল), ডিপিডিসি, ঢাকা। কোর্ট থেকে প্রাপ্ত মামলার নাম ও ঠিকানা মো. ইনাম উদ্দিন, পিতা- হাজী কুতুব উদ্দিন, গ্রাম+পো.- হোগলা, থানা- পূর্বধলা, জেলা- নেত্রকোনা। প্রবীর চন্দ্র সিংহ, পিতা- প্রতাপ চন্দ্র সিংহ, গ্রাম+পো.- হোগলা, থানা পূর্বধলা, জেলা- নেত্রকোনা। এ এফ এম মঞ্জুরুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদফতর, ঢাকা ও তার স্ত্রী বেগম আকতার জাহান রুবী। মো. শামসুল আলম, প্রাক্তন এটর্নি অ্যাসিসটেন্ট, অগ্রণী ব্যাংক, বগুড়া। মো. বুলু মিয়া মণ্ডল, পিতা মৃত- শরীফ উদ্দিন মণ্ডল, অফিসার, (সাময়িকভাবে বরখাস্ত) অগ্রণী ব্যাংক। মো. মুনছুর রহমান, পিতা মৃত- মোসলেম উদ্দিন, প্রাক্তন জমাদার, (সাময়িকভাবে বরখাস্ত)। মো. মজিবর রহমান, ক্যাশিয়ার কাম উচ্চমান সহকারী, (সাময়িকভাবে বরখাস্ত)। মো. নজরুল ইসলাম, সাবেক ব্যবস্থপক, বর্তমান অফিসার। মো. জিয়াউল ইসলাম, ভারপ্রাপ্ত পরিচালক (সাময়িকভাবে বরখাস্ত), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। মোশারফ হোসেন ঠাকুর, পিতা মৃত- আব্দুল মোছাব্বির ঠাকুর, ২/সি, ইস্টার্ন হাউজিং, এপার্টমেন্ট-৫৩, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০। কাজী মাহবুবুর রহমান, মোটরযান পরিদর্শক (সাময়িকভাবে বরখাস্ত), বিআরটিএ। সাবান আলী, অডিটর উপজেলা হিসাব রক্ষণ অফিস, গুরুদাসপুর, নাটোর। দেওয়ান মোজাহার হোসেন, সাব-রেজিস্ট্রার (সাময়িকভাবে বরখাস্ত)। এ বি এম সালেকুজ্জামান, কারিগরি সহকারী, বিআরটিএ। আবুল কালাম আজাদ, সহকারী পোস্টমাস্টার (সাময়িকভাবে বরখাস্ত)।
সূত্রঃ নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক ঠিকানা, ০৬.০৪.০৯ সংখ্যা ।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কম্বলটা যেনো উষ্ণ হায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৭


এখন কবিতার সময় কঠিন মুহূর্ত-
এতো কবিতা এসে ছুঁয়ে যায় যায় ভাব
তবু কবির অনুরাগ বড়- কঠিন চোখ;
কলম খাতাতে আলিঙ্গন শোকাহত-
জল শূন্য উঠন বরাবর স্মৃতির রাস্তায়
বাঁধ ভেঙ্গে হেসে ওঠে, আলোকিত সূর্য;
অথচ শীতের... ...বাকিটুকু পড়ুন

ইউনুস সাহেবকে আরো পা্ঁচ বছর ক্ষমতায় দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১:৪৪


আইনশৃংখলা পরিস্থিতির অবনতি পুরো ১৫ মাস ধরেই ছিলো। মব করে মানুষ হত্যা, গুলি করে হত্যা, পিটিয়ে মারা, লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারা, পুলিশকে দূর্বল করে রাখা এবং... ...বাকিটুকু পড়ুন

হাদির যাত্রা কবরে, খুনি হাসছে ভারতে...

লিখেছেন নতুন নকিব, ১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:০৬

হাদির যাত্রা কবরে, খুনি হাসছে ভারতে...

শহীদ ওসমান বিন হাদি, ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

হ্যাঁ, সত্যিই, হাদির চিরবিদায় নিয়ে চলে যাওয়ার এই মুহূর্তটিতেই তার খুনি কিন্তু হেসে যাচ্ছে ভারতে। ক্রমাগত হাসি।... ...বাকিটুকু পড়ুন

'জুলাই যোদ্ধারা' কার বিপক্ষে যুদ্ধ করলো, হ্তাহতের পরিমাণ কত?

লিখেছেন জেন একাত্তর, ১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৫১



সর্বশেষ আমেরিকান ক্যু'কে অনেক ব্লগার "জুলাই বিপ্লব" ও তাতে যারা যুদ্ধ করেছে, তাদেরকে "জুলাই যোদ্ধা" ডাকছে; জুলাই যোদ্ধাদের প্রতিপক্ষ ছিলো পুলিশ, র‌্যাব, বিজিবি, ছাত্রলীগ; জুলাই বিপ্লবে টোটেল হতাহতের... ...বাকিটুকু পড়ুন

হাদিকে মারল কারা এবং ক্রোধের আক্রশের শিকার কারা ?

লিখেছেন এ আর ১৫, ১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:০৩

হাদিকে মারল কারা এবং ক্রোধের আক্রশের শিকার কারা ?


হাদিকে মারল জামাত/শিবির, খুনি নাকি ছাত্রলীগের লুংগির নীচে থাকা শিবির ক্যাডার, ডাকাতি করছিল ছেড়ে আনলো জামাতি আইনজীবি , কয়েকদিন হাদির সাথে... ...বাকিটুকু পড়ুন

×