যদি আপ্নারাও এমন একটি ফ্যানের গর্বিত মালিক হতে চান তবে যা যা লাগবে বলে দিই,
১। বিজ্ঞানী হওয়ার দরকার নেই, যে কেও বানাতে পারবেন।
২।এক্টি মটর –দাম ৩০-৪০টাকা , এর বেশি না
৩।এক্টি পাখা-দাম ১০ টাকা
৪।এক্টি অটো চারজার -দাম৭০-৮০ টাকা
৫।যে কোন মোবাইলের একটি ব্যাটারি- দাম-১০০ টাকা
৬।এক্টি ছোট স্ট্যান্ড , সর্ব সাকুল্যে ২৩০ টাকা লাগবে।
যদি , আপনার ঘরে মটার,অটো চারজার আর মোবাইলের একটি ব্যাটারি থাকে তাহলে কেনার দরকার নাই, সে ক্ষত্রে নিজেই উপরের ছবির মত কল কব্জা জুরে বানিয়ে ফেলুন পাখা। ঘরে বাহিরে, ক্লাসে-অফিসে সর্বত্র বহনযোগ্য। ব্যাগে খুব সামান্য যায়গায় রেখে দিতে পারেন।
গরমে ফুর ফরে হাওয়া খান সব খানে, আর ইলেক্ট্রিসিটি চলে গেলেও উপভোগ করুন আপনার সময়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


