আজ থেকে সরকার এনার্জি সেভিং বাল্ব বিনামূল্যে দিচ্ছে । শুধু বিনিময়ে পুরানো বাল্ব জমা দিতে হবে । ১০০ ওয়াটের বদলে ২৩ ওয়াট, আর ৬০ ওয়াটের বদলে ১৪ ওয়াটের এনার্জি সেভিং বাল্ব দিবে । আর বাল্ব নেয়ার সময় আগষ্ট মাসের ইলেক্ট্রিক বিলের জমার কাগজ দেখাতে হবে । প্রতিটি বিলের বিপরীতে,১ টি বাল্বের বদলে ১টি করে, সর্বোচ্চ ৪ টি বাল্ব দেবার কথা ।
এলাকার একটি স্কুলে বাল্ব নিতে গেলাম আজ দুপুরে । কপাল ভাল , পেলাম ঠিক মত। কিন্তু কাহিনী দেখি মহা interesting । আমার সামনে এক মহিলা এসেছে ৬০ ওয়াটের ২ টা বাল্ব নিয়ে । নিয়ম অনুযায়ী তাকে ২ টি ১৪ ওয়াটের এনার্জি সেভিং বাল্ব দেয়ার কথা । কিন্তু দ্বায়িত্বরত কর্মকর্তা বলল, ১৪ ওয়াটের বাল্ব শেষ । তাই তাকে ১ টি ২৩ ওয়াটের বাল্ব ধরিয়ে দিল । তারা আবার একটা খাতায় টুকে রাখে কাকে কতটা বাল্ব দেয়া হল । আমি সৌভাগ্যবশত দূর থেকে দেখতে পেলাম তারা খাতায় লিখেছে ৪ টি । যেখানে লেখার কথা ১টি । জানা কথা , ওই মহিলার জন্য বরাদ্দকৃত বাকি ৩টি বাল্ব হয় তারা নিজেদের বাড়িতে জ্বালাবে , নয়ত কয়েকদিন পরেই বাল্বগুলো আমরা বাড়ির পাশের দোকান থেকে কিনতে পারব ।
বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারের এ উদ্যোগ আসলেই প্রশংসনীয় । কিন্তু পর্যাপ্ত supervision এর অভাবে গোড়ায় গলদ থেকে যাচ্ছে । আমরা ঠকছি , আর কিছু বেজন্মা আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে । এ সমস্যা সমাধানের উপায় আছে । বাল্ব বিতরণের ক্ষেত্রে কিছু বিশ্বস্ত লোক নিয়োগ করে ও সাধারন মানুষের অভিযোগ করার ব্যবস্থা রেখে । কিন্তু আমাদের প্রিয় সরকার তা করবে না । কারন মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলাই এদের কাজ । আশঙ্কা করছি এই বাল্ব দেয়া আবার না বন্ধ করে দেয় এই লেখা পড়ে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



