Mipony একটি অন্যতম ডাউনলোড ম্যানেজার । ব্লগে এটি নিয়ে অনেক পোষ্ট আছে কিন্তু কোনটিতেই এর বিস্তারিত পেলাম না ... তাই নিজেই দিলাম । এটি অনেকের কাছে হয়ত ভাল লাগবে না । তবে যারা আমার মত অলস, তাদের কাছে এটি অসাধারণ । এর প্রধান যেই দিকগুলো ভাল সেগুলো বলছিঃ
১. IDM দিয়ে মিডিয়াফায়ার থেকে ফাইল নামাতে গেলে একবার কোন কারনে পিসি বন্ধ করলে পরে অনেকসময় রিজিউম সাপোর্ট করে না । কিন্তু mipony করে ।
২. এটি filesonic লিংকও রিজিউম সাপোর্ট করে ।
৩. এটি একই সাথে ডাউনলোড ম্যানেজার , ব্রাউজার ও ফাইল জয়েনার । কম্পিউটারের Hjsplit এর আর দরকার নেই ।
৪. বিভিন্ন ফাইলশেয়ারিং সাইট থেকে ডাউনলোড করতে এর জুড়ি নেই । আর মজার ব্যপার হল, ফাইলশেয়ারিং সাইট থেকে ফাইল নামানোর সময় সেই সাইটে ঢুকার দরকার নাই । শুধু অন্য সেই ফোরাম, ব্লগ যেখানে ডাউনলোড লিংকটি আছে সেটি কপি করলেই mipony শুধু পেইজটি নয়, বরং ফাইলটি ডিটেক্ট করে নেয় । শুধু লিংকের উপর রাইট ক্লিক করে “copy link location” এ ক্লিক করবেন ।
৫. যদি কপি করা লিংক ডিটেক্ট না করে (যা বেশিরভাগ সময়ই করে) তবে add link ট্যাবে গিয়ে শুধু paste & detect এ ক্লিক করুন । নিচে কিছুক্ষণ পর ফাইলের নাম সাইজ সহ দেখাবে । যদি কোন লিংকের পাশে লাল ক্রস চিহ্ন দেখায় তাহলে সেই লিঙ্কটিতে রাইট ক্লিক করে check availability এ ক্লিক করুন । অনেক সময় সার্ভার বিজি থাকলে এ সমস্যা হয় ।
৬. যখন ক্যাপচা বা পাসওয়ার্ড লাগবে তখন সফটওয়ারটিই আপনার কাছে চাবে । সাইটে যাওয়ার দরকার নেই ।
৭. যদি কোন ফোরাম বা ব্লগে এক পেইজে অনেকগুলো লিংক সরাসরি দেয়া থাকে, (অনেক সময় “click here to download” লেখার আড়ালে থাকে, যদি সেরকম না থাকে) তাহলে পেইজের সব লেখা কপি করে নিন, তাহলেই ওই পেইজে যত লিংক আছে সব ডিটেক্ট করে নিবে । আপনার কাজ শুধু “add link” ট্যাবে গিয়ে ডাউনলোড শুরু করা । চাইলে কোন জায়গা থেকে কপি করে এখানে পেস্টও করতে পারবেন ।
৮. ঝামেলা আরও কমাতে হলে start menu তে গিয়ে এটি start up এ অ্যাড করে নিন । এখন যখনই পিসি অন করবেন ডাউনলোড শুরু ।
৯. আপনার যদি প্রিমিয়াম একাউন্ট থাকে তাহলে IDM এর মত এখানেও একাউন্ট এড করতে পারবেন ।
১০. Backup ও restore করার ব্যবস্থাও আছে ।
১১. আপনার ব্রাউজার যদি mipony toolbar সাপোর্ট করে তাহলে ইন্সটল করে নিতে পারেন । আরও সুবিধা হবে । তবে firefox এর latest version গুলো সাপোর্ট করে না ।
... ডাউনলোড করতে এখানে এ যান । মাত্র ৮ মেগাবাইট ।






সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১১ রাত ১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



