
বড়শি পানিতে ফেলে মাছ ধরার মজা সেই জানেন, যিনি এভাবে মাছ ধরেছেন। কারও নেশা এতটাই প্রগাঢ় যে, ছিপ ফেলে অপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টা। আর ধৈর্য্যের খেলায় একটি মাছ যখন উঠে? আনন্দের শেষ নেই। আর যদি সেই মাছটি হয় তিন কেজি বা তার চেয়েও বড়? তাহলে তো কথাই নেই।
গ্রাম বা মফস্বলে ছিপ ফেলে মাছ ধরার নেশায় মত্তদের খুঁজে পাওয়া কঠিন না। তবে এই রাজধানীতে জলাশয়শূন্য ব্যস্ত শহরে? কেউ যদি দেখতে চান এই মাছ শিকার তাহলে বেশিদূর যেতে হবে নারাজধানীর রমনা পার্কের লেক, ধানমন্ডি লেক, জাতীয় সংসদ ভবন লেক, নওয়াব বাড়ি পুকুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল পুকুর ও বংশাল পুকুরে রয়েছে বড়শি ফেলার সুযোগ আছে। এর মধ্যে সবচেয়ে বেশি শিকারির দেখা মেলে রমনা পার্কের লেক ও ধানমন্ডি লেকে।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


