ফেসবুকে ছেলেটা আর মেয়েটার রিলেশানশিপ স্ট্যাটাসে লেখা “ইটস্ কমপ্লিকেটেড”।একদিন ট্রেন স্টেশানে ওরা দুজন মুখোমুখি দাঁড়িয়ে।কারো মুখে কোন কথা নেই।শুধু চোখে চোখে চোখ রাখা।কথা থাকার কথা না। বিকজ ইটস্ রিয়েলি ভেরি ভেরি কমপ্লিকেটেড!
মৌনতা ভাংগল ট্রেন আগমনের শব্দে।মেয়েটির ট্রেন চলে এসেছে।ওকে যেতে হবে… থেকে যাওয়ার বা একসাথে যাওয়ার কোন উপায় নেই কারণ ইটস্ কমপ্লিকেটেড…একটু পর ছেলেটারও ট্রেন এল। ছেলেটা চলে গেল বিপরীত দিকে।“দুই ভবনের দুই বাসিন্দা, বহে সমান্তরাল…”সিম্পল একটা গান।সিম্পল দুটো রেললাইন। কিন্তু সমান্তরাল বিকজ… ইটস্ কমপ্লিকেটেড…
ফেসবুকে ছেলেটার ফ্রেন্ডলিস্টে মেয়েটা নেই।মেয়েটার ফ্রেন্ডলিস্টেও ছেলেটাও নেই।বিকজ ইটস্ ভেরি ভেরি কমপ্লিকেটেড!একদিন অল কামস্ টু সিম্পল ইকুয়েশান।দুজনের রিলেশানশিপ স্ট্যাটাসে লেখা “ম্যারিড”।কৌতুহলীরা তাদের ফেসবুক চেক করল। দেখল তারা কেউ এখনো কারো ফ্রেন্ডলিস্টে নেই! ওরা বুঝল ইটস ভেরি ভেরি কমপ্লিকেটেড!
আবার ট্রেন স্টেশান। আবার দেখা।দুজনের একই ট্রেন।দুজনের কোলে দেখতে একইরকম দুটো একই বয়সী বাচ্চা।যমজ নাকী!
না… দুটো বাচ্চার বাবা ভিন্ন।সব বাচ্চাই দেখতে একইরকম… ছেলেটা তাই মনে করে।অনেকদিন পর একই ট্রেনে দুজন।দুজনেরই কোলে বয়ে চলা একই ভবিষ্যত।তবু দুজন রয়ে যায় দুই ভবনের দুই বাসিন্দা।একই ট্রেনে চলে তবু “বহে সমান্তরাল”…
বিকজ… কোলে যে কেউ শিশু ধারণ করতে পারে কিন্তু সত্যিকারভাবে অন্তরে পারে কয়জন? দ্যাটস হোয়াই লাইফ ইজ ভেরি ভেরি কমপ্লিকেটেড…
------------------------------

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




