রাত শেষ হতে আরো দুপ্রহর বাকি
কিছু কিছু ঘর প্রতিরাতে ভীষণ একাকী।
পশ্চিমে রাস্তায় শাদা আলো
দিন ভেবে ভুল করলো কালো কিছু কাক।
তাই রাত শেষ না হতেই শুনি কাকেদের কা-কা
সুপ্রভাত।
এখন কোথাও
হয়তো জেগেছে সবুজ পুরুষ প্রেয়সীর বিছানায়
নারীর শুদ্ধ শিশিরে তার দেহ ভিজে যায়।
সবুজ পুরুষ ঠোঁট ছুঁয়ে রাখে
(সিগারেটে পোড়া ঠোঁট বড়ো কামলোভী)
জিভের জলে ভেজায় নারীর শঙ্খের মত নাভী।
রাত শেষ হতে মাত্র দুপ্রহর বাকি
কিছু কিছু ঘর শিশিরে-শীৎকারে মাখামাখি।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০০৯ রাত ২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




