-দেখরে কত রবি জ্বলে।
-কে বা আঙ্খি(আখিঁ) মেলে..।!
(মানিকগন্জ্ এর প্রচলিত প্রবাদ)
আদিকথা:
তুলতুলে আমি ছিলেম এক
করেছ তাকে পাষান সম
বক্ষোজ টানে আর কেউ আসে না কাছে
ত্রিশঙ্কু আইজ চুপিসারে কাঁদে
জাত মাকাল ফলের তরে.......
সারকথা:
চেয়ে দেখ্, এখানে আমিঃ......
বজ্ বজ্ শব্দে ডুবে যাই অন্তরের অভি-অন্তরে,
চলে যেতে হয়।
ইপ্সিতার ব্যর্থতায়।
খুজে চলি পিঠের অস্তিত্ব........
শেষকথা:
আর ভীতি নেই অসৃকে.......
নিয়েছি ভ্যাকসিন।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




