
এই বাংলা ত্যাগের অবদান
সেলিনা ইসলাম
এক সূর্য উঠেছিল সেদিন
আগুন জ্বালা দ্রোহে
অত্যাচারের টুঁটি ছিঁড়ে
অধিকার নির্বাহে
জ্বালিয়ে আগুন,গিলেছি আগুন
আত্মত্যাগে বোন
জ্বলে পুড়ে অঙ্গার হয়েছি যে
হারিয়ে লাখো স্বজন
এই বাংলা আমার জনম জনম
ত্যাগেরই অবদান।
পিছনে তাকালে নেই জাতির
পরাজয়েরই ঢেউ
মানেনি বাঁধা মানেনি শোষণ
স্বাধীনতা না দিলে কেউ
জন্মভূমি জননী আমার
শ্রেষ্ঠ আত্মাদর
ছিনিয়ে তাঁকে কেউ পারবে না নিতে
আসুক যতই ঝড়
কী হারিয়ে আমি কী পেয়েছি
কত তুলেছি আলোড়ন
জ্বলে পুড়ে অঙ্গার হয়েছি যে
হারিয়ে লাখো স্বজন
এই বাংলা আমার জনম জনম
ত্যাগেরই অবদান।
ঐ সূর্যকে আমি আনব মাটিতে
লক্ষ কোটিবার
রক্তে মাটি আর দেব না রাঙাতে
মুঠো ধূলিকণার
প্রাণের দেশ প্রাণ দিয়েই তো
রাখব ঢেকে তাঁরে
লাল সবুজ পতাকা ঘিরে
প্রেমেরও মন্দিরে
খুলবে না মায়ের সাথে মোর
অবিচ্ছেদ্য বন্ধন
জ্বলে পুড়ে অঙ্গার হয়েছি যে
হারিয়ে লাখো স্বজন
এই বাংলা আমার জনম জনম
ত্যাগেরই অবদান।
ছবি কৃতজ্ঞতাঃ গুগুল
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


