পিস পিস করে বিক্রি হয়ে যাচ্ছে বাংলাদেশ, আর একটু একটু করে একাত্তরের দেনা শোধ হচ্ছে! কেনো যে অন্যের সাহায্য নিয়ে স্বাধীন হতে গিয়েছিলাম?
আজ নিল দু’টো তেল ক্ষেত্র, তো কাল যাবে সোনাদিয়া দ্বীপ। আশুগঞ্জ পোর্ট ব্যবহার করেছে; মংলা চাইলে এখনই করতে পারে; চট্টগ্রাম পোর্ট নিয়ে নেবে সে ঘোষণা দিয়েই রেখেছে; নারায়নগঞ্জে নিজেরাই পোর্ট বানানোর জন্য টেন্ডার করেছে ওরা।
খাল-নদী-জমি ভরাট করে বিদ্যুত কেন্দ্রের মালামাল নিয়ে গেলো সড়ক পথে। এরপরে নিবে পশ্চিম থেকে পূর্ব দিকে একটা করিডোর- পারাপার করবে অস্ত্র ও সৈন্য। বহু আগেই ওদের পতাকা উড়িয়েছে তালপট্টিতে, যার জন্য জীবন দিতে হলো এক রাষ্ট্রপতিকে।
চুহাত্তরে বেরুবাড়ি নিলেও ফেরত দেয়নি দহগ্রাম-আঙ্গরপোতা। দু’বছর আগে সীমান্তে জমি বিনিময় চুক্তিতে আড়াইগুন নিয়ে গেলো। সমুদ্র জয়ে বাকওয়াজে পূবে হারিয়েছি কয়েকটি ব্লক, সামনে পশ্চিমে হারানোর পরেও হবে সমুদ্র উৎসব। বর্ডারে সমস্যা সৃষ্টিকারী বেআদপ বাহিনী ধংস করা হয়েছে। যুদ্ধ হতে পারে এমন শত্রু তালিকা থেকে নাম কাটিয়ে নিয়েছে নিজেদের!
৫৪ নদীর পানি তো সেই কবে নিয়ে মরুভূমি বানিয়েছে উত্তরাঞ্চল। এপাশে আগুণ লাগিয়ে ওপারে নির্মান হচ্ছে গার্মেন্ট। হাইটেক সবগুলো প্রতিষ্ঠানের মাথায় ওদের নাগরিক বসে আছে, যারা দেশে পাঠায় ৪ বিলিয়ন ডলার। তাদের হুকুমে এ দেশের অভ্যন্তরীণ প্রশাসন ও আইনশৃঙ্খলার গুরুভার এখন ৮% সংখ্যালঘুর উপর।
আকাশ সংস্কৃতি আর পোষাক পণ্যে বেঁধে ফেলেছে এদেশের নারী ও যুব সমাজকে। ফেন্সিডিল আর মাদক দিয়ে সয়লাব করে ফেলেছে গোটা দেশ। জাতির মাথার ভিতর যেভাবে কালাচারাল দাসত্ব তৈরী হয়েছে, ক’দিন পরে সবটা নিয়ে গেলেও উহ আহ করার বোধটুকুও হয়ত থাকবে না ।
____ এটা কি বিভ্রান্ত কোন চিন্তাবিদের ভুল সমীকরণ, নাকি দেশপ্রেমিক কোন নাগরিকের উৎকণ্ঠা ? বুঝতে না পেড়ে ছেড়ে দিলাম আপনাদের উপরে !!!
Collected from Nur Aftab Rupom

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


