সাকিবের সাক্ষাতকারটি পড়ে আমার মনে হয়েছে এ এক পরাজিত সৈনিকের হাতাশাজনক কথাবার্তা।সাকিবের সামর্থ নিয়ে আমাদের কারও মনে কোন সন্দেহ নেই, কিন্তু তার সাক্ষাতকার পড়ে মনে হল সে নিজে তার সামর্থ নিয়ে সন্দিহান।
সে আমাদের প্রত্যাশা করতে নিষেধ করে, আমরা দর্শকরা শুধু বাংলাদেশের হার দেখতে মাঠে যাবো আরে খেলা উপভোগ করবো।
যে দল কয়দিন আগে নিউজিল্যান্ড এবং ওয়েস্ট-ইন্ডিস এর সাথে সিরিজ জিতল , তাদের নিয়ে আমরা কি কোন প্রত্যাশাই করতে পারবো না? ধরলাম আমরা T20তে অত ভালো দল না, তাই বলে একটা ম্যাচও আমরা প্রতিরোধ গড়তে পারবো না?
আফগানিস্তান/হংকং এর সাথেও কি আমরা মাঠে যাবো কোন প্রত্যাশা ছাড়া?
সাকিব সুযোগ-সুবিধার কথা বললো। আমার প্রশ্ন নেদারল্যান্ড কি আমাদের চেয়ে বেশি সুযাগ-সুবিধা পায়? তারাতো আমাদের চেয়ে অনেক ভালো ক্রিকেট খেলছে।
সাকিবের কথাগুলো অনেক হতাশাজনক। সে কিছু কথা হয়ত সত্য বলেছে কিন্তুু বেশিরভাগ প্রশ্নের উত্তরে সে বিভিন্ন অজুহাত দাড় করাতে চেয়েছে।
আমার কথা খুব পরিস্কার, আমরা না জিতি অন্তত ফাইটতো দিতে পারি। কিন্তু তার কথা শুনে আমার একবারও মনে হয়নি আমরা ফাইটও করতে পারি বা জেতার কাছাকাছি যেতে পারি।
তার কথাও খুব পরিস্কার দল হারলেও তাদের কিছু বলা যাবে না এবং প্রত্যাশাও করা যাবে না।
আমরা শুধু যাবো হারা ম্যাচ উপভোগ করতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


