আমাদের এক ব্লগার ভাইয়ের (রুবেল১৯৮৭) লেখাটা পড়ে মনে হল কিছু লেখা দরকার। ব্লগার রুবেল ভাইয়ের অনেকগুলো দৃষ্টিভঙ্গির ব্যাপারে আমি একমত না।
আমি মানি তাকওয়ার ব্যাপারে কোন ছাড় নেই। যার তাকওয়া নেই তার বাহ্যিক পোষাক-আশাক কোন কা্জেই আসবে না। কিন্তু যার তাকওয়া আছে, সেই লোকই ইসলামের বিধিবিধানগুলো মেনে চলে।
উনি বলেছেন আরবের পুরুষরা হিজাবের মত এক ধরনের পোষাক পড়ে যেটা আমাদের আবহাওয়ার সাথে উপযোগী নয়। আমি তার সাথে একমত। ইসলামে আপনাকে শার্ট বা প্যান্ট পড়তে নিষেধ করা হয়নি। তবে কিছু নিয়ম মানতে বলা হয়েছে। পোষাকটা এমন হওয়া উচিত যেটা পড়ে আমরা নামায পড়তে পারবো এবং বসে প্রসাব করতে পারবো।
প্রসাবের কথা এজন্য বললাম, অনেকে দাড়িয়ে প্রসাব করে যেটা রাসূলের সুন্নাতের খেলাফ। তাদের প্রায় বলতে শুনা যায় প্যান্ট পড়ে বসে প্রসাব করা যায় না।
এজন্য ইসলামে পুরুষরা কি ধরনের পোষাক পড়বে এবং মহিলারা কি ধরনের পোষাক পড়বে তার একটা মানদন্ড আছে।
মহিলারা কখনো পুরুষের পোষাক পরিধান করবে না এবং পুরুষাও কখনো মহিলাদের পোষাক পড়বে না।
রুবেল ভাই বললেন,
(কুরআনের কোথাও দাড়ি রাখা ও নির্দিষ্ট ধরনের পোশাক পরিধানের নির্দেশ নাই।) ভাই মনে হয় হাদিস জানেন না অথবা যেটা তার ভাল লাগে না তা মানেনা।
দাড়ি সর্ম্পকে হাদিসে কি আছে?
১. হযরত আবু দারদা রা: হতে বর্নিত, রাসূল সা: বলেন, সে লোকদের সাথে আমার কোন সর্ম্পক নাই যারা শেভ করে, চিতকার করে এবং মানষিক দু:খে তার কাপড় ছেড়ে।" -মুসলিম-৫০১। এরকম আরো অসংখ্য হাদিস রয়েছে যেখানে স্পষ্টভাবে দাড়ি রাখার কথা বলা হয়েছে।
২. আর পুরষদের টাখনুর নিচে কাপড় পরিধানকারীতো আল্লাহপাকের দেখাই পাবে না। বুখারী-৫৭৮৪
মহিলারা কোন ধরনের পোষাক পড়বে সেটাও ইসলামে বলা আছে। আপনি যদি বলেন, আমাদের দেশে প্রচন্ড গরম তাই মহিলারা যদি ছোট ছোট কাপড় পড়ে কোন সমস্যা নাই, কাপড় দিয়ে তাকে যাচাই করা যাবে না, সে মানুষ হিসেবে খুব ভালো, নামায পড়ে ইত্যাদি ইত্যাদি। এভাবেতো ভাবলে হবে না। আল্লাহ এবং রাসূল সা: যেসব নিষেধ করেছেন সেগুলো আপনি কোনভাবেই করতে পারবেন না।
পোষাক সংক্রান্ত হাদিস-
১.হযরত কুতায়বা (রহঃ) হযরত আবূ হুরায়রা (রাঃ) সূত্রে বর্নিত, দুই ধরনের পোশাক পরিধান করা থেকে নিষেধ করা হয়েছে। তা হলো একটি কাপড় শরীরে জড়িয়ে তার এক পার্শ্ব কাঁধের উপর তুলে দেওয়া এবং দুই ধরনের বেচা-কেনা হতে নিষেধ করা হয়েছে, স্পর্শের এবং নিক্ষেপের বেচা-কেনা।গ্রন্থঃ সহীহ বুখারি অধ্যায়ঃ ক্রয় – বিক্রয় হাদিস নাম্বারঃ ২০১২
পোষাক পরিধান সংক্রান্ত এরকম অসংখ্য হাদিস রয়েছে। একটু হাদিস পড়েন সব জানতে পারবেন।
কিভাবে পোষাক পরিধান করা হবে, কি পোষাক পরিধান করা হবে, কোন পোষাক পড়া ইসলামে হারাম, এগুলো আমাদের জানতে হবে। শুধু কোরআনের একটা আয়াত দিয়ে আপনি সব কিছূ ব্যাখ্যা করতে পারবেন না। এজন্য আপনাকে হাদিস জানতে হবে।
ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন-বিধান। আমাদের জীবন কিভাবে পরিচালিত হবে তা সুন্দরভাবে কোরআন এবং হাদিসে বলা আছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


