মেয়েদের সাইকোলজি বোধহয় কিছুটা ধরতে পারছি। এরা সারাজীবন একটা নিঃস্বার্থ প্রেমিক খোজে, কিন্তু যখন কেও এদের নিঃস্বার্থ ভাবে
ভালোবাসে তখন এদের মনে সন্দেহ জেগে ওঠে... আরে এই ছেলেটা আমাকে নিঃস্বার্থ ভেবে ভালোবাসে ক্যান?? নিশ্চই অন্য কোন
মতলব আছে। এই পোলা যখন আমারে এতো ভালোবাসে নিশ্চই কিছু আছে আমার মধ্যে। এই পলার লগে প্রেম করুম আমি?? হ্যাহ... থার্ড ক্লাস
পোলাপান।
অতঃপর তাহারা এইসব ছেলেদের বাদ দিয়া এমন সব ছেলেদের সাথে প্রেম করে যাহাদের কাছে তাহাদের দেহ ছাড়া, দুই আনা মুল্য ও নাই।
বলাই বাহুল্য এরা এর মাঝেই সুখ খোজে, ভালোবাসা খোজে আরো এমন সব জিনিষ খোজে যা তারা কোনদিন ই পায় না...
কেও দ্বিমত থাকলে সরি...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



