কেশবতী অহঙ্কার!
মারুসিয়ার এখন রুপোর খাটে গা,
আর সোনার খাটে পা।
ওর চোখের জল এখন নীল,
চারপাশে ছড়ানো-ছেটানো
পুতুলের নিস্পৃহ সংসার।
এই সব উচাটন দুপুরে দুপুরে
পাতাঝরা ময়দানে ছুটে যায় মরকুটে
পক্ষীরাজ।
হে কবন্ধ, তোমায় পঁয়ত্রিশ তম চিঠিটি লিখেছি আমি।
সেখানে লেখা ছিল সকালের পরে আরেকটা শুভ-রাত্রি
লেখা ছিলো,তুমি ভালো থেকো,
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১০ বিকাল ৩:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



