লাফ দিয়ে ঘুম থেকে উঠে মোবাইলফোন টার দিকে তাকালাম,মনে হচ্ছিলো ফোন টা বোধহয় বাজচ্ছিল।না কিছু না ফোন ফোনের মতো আছে।কেন জানি না ইদানিং এমন টা হচ্ছে??কী আর করা ঘুমাতে চেষ্টা করতে লাগলাম......ঘুম কী আর আসে।ইদানিং আমার ঘুম হয় না, কেমন জানি একলা একলা লাগে বুজতে পারি না কেন এমন হয়।
আমি সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে রুম এ এসে মোবাইল টা হাতে নেই,কিছু ক্ষণ মোবাইল টা নারা চারা করে রেখে দেই,বুজে উঠতে পারি না কী করব।ইদানিং আমার কেন জানি এমন টা হচ্ছে।
সকাল গরিয়ে দুপুর,দুপুর গরিয়ে সন্ধ্যা আমার মনটা কেমন জানি এলোমেলো,কোন কিছু তে মন বসাতে পারছি না।পড়ালেখা,আড্ডা,কোন কাজ এ ই মন বসে না।ইদানিং কেন জানি এমন টা হচ্ছে।
বন্ধু দের মাঝে যে ছিলাম সদা হাসিখুশি,আজ কেন জানি সে আমি আড্ডার এক কোনে একলা বসে।যে বন্ধুদের প্রবলেম সল্ভ করতো আজ কেন জানি মনে হয় সে ই আছে মহা প্রবলেম এ।ইদানিং কেন জানি আমন টা হচ্ছে।
কী রে তোর কী হইছে? মা আমাকে প্রশ্ন করে।আমি একটু হাসার চেষ্টা করে বলি কই না তো কিছু না।আমার আবার কী হবে??তুমি জাও।মা আমি তোমাকে কী করে বলব যে আমর কী হইছে আমি নিজে ই তো জানি না আমর কী হইছে।
মা আমাকে খেতে ডাকে,খেতে আয়। আমি বলি আসছি।আমি তার পর ও আমার মোবাইল টার দিকে তাকীয়ে থাকি কিছু একটার আশায় কিন্তু কী??আমি বুঝি না।ইদানিং কেন জানি এমন টা হচ্ছে।
আমি আবার আমার বিছানায় যাই।আবার আমি ঘুমাতে চেষ্টা করি কিন্তু ঘুম আমার আসে না।আমি কিছু একটার প্রথিক্ষায় আছি।
ইদানিং কেন জানি এমন টা হচ্ছে???
বারবার আমি ভুলে যাই এখন আর তুমি আমার জন্য রাত জাগও না,এখন আর তুমি আমার প্রথিক্ষায় প্রহর গুন না।এখন আর তুমি আমার খাওয়ার জন্য আপেক্ষা কর না।এখন আর আমার জন্য তোমার কোন সময় নেই।
এখন তুমি আর আমার নও...।।
প্রথম লেখা ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন।। আস্তে আস্তে লেখার মান ভাল হবে আশা করতে পারেন।:
প্রথম লেখা টা আবার দিলাম ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



