আজ সকাল টা প্রতিটি সকাল এর মত নয় ।আজ একটু অন্য রকম দিন । আজ তো বসন্ত,সবাই হলুদ শাড়ি পরে তার প্রিয় মানুষ টির সাথে ঘুরে বেড়াবে। খোঁপায় থাকবে হলুদ গাঁধা ফুল , মুখে হাসি , মনে অনেক স্বপ্ন ।।
আমার ও ছিল এমন একটা সময়, এমন একটা মানুষ । বসন্তে সে আমার জন্য পড়তো হলুদ শাড়ি । আমি তার খোঁপায় গুজে দিতাম হলুদ গাঁধা । তার হাত ধরে বসে থাকতাম চারুকলা না হয় দিগন্ত জোড়া ঘাস এর বনে । দুজনের মনে থাকতো হাজারো রঙ্গিন স্বপ্ন । সপ্নের প্রজাপতি গুলো আকাশে ডানা মেলে উড়ে বেড়াতো ।।
সারা দিন ঘুরে বেড়াতাম । সন্ধ্যা হলে শে বাড়ি যাওয়ার জন্য হয়ে উঠতো অস্তির কিন্তু মনে হতো এই তো মাত্র আসলো এখন ই যাই যাই । আলতো করে তার হাত টা ধরে বলতাম থাকো না আর একটু ।। সে হেঁসে বলতো আচ্ছা আর ৫ মিনিট , আমি বলতাম আচ্ছা । তার পর ও যাতে দিতে মন চাইতো না । মনে হত আর কিছু ক্ষণ থাকলে ভালও হতো ।।
এখন ও বসন্ত আসে , মনের সকল ইচ্ছা গুলো ও আছে মনে । স্বপ্ন গুলো সব গুমরে কাঁদে । আজ কেও তার প্রিয় জনের জন্য সাঁজে ।
ফিরে আসো তুমি ফিরে আসো বৃষ্টি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



