নিজের সাথে অনেক মিল এর জন্য এই পাগলামি ।।
কথা দিলাম তোমায় যাব নিয়ে দূরে
কথা দিলাম থাকি যত কষ্ট আর সুখে
আমরা যাব না কাও কে ভুলে ...............
দু জনার কথা তে পথ চলা শুরু
দু জনার মনে তে রঙ্গিন স্বপ্ন শুধু
পথ চলা ছবি আঁকা
কথা তে ভুবন গড়া
দু জনার কথা তে কেন আজ দু পথে দু জন
দু জনার মনে তে কেন আঁধার জরিয়ে এখন
দু জনার কথা তে ভেঙ্গে ছে এ ভুবন
কথা দিলাম তোমায় যাব ভুলে
কথা দিলাম স্রিতি নেবো মুছে
আজো সেই কথা তে
দু গ্রহে দু জনে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



