মাছে-ভাতে বাঙালী। কথার মাধ্যমে বুঝা যায় মাছ-ভাত ছাড়া যেনো বাঙালী অসম্পূর্ণ। ঠিক তেমনি খেলাধুলা ছাড়া বাঙালীরা অসম্পূর্ণ। বিশেষ করে ক্রিকেট ও ফুটবল খেলা। ক্রিকেট ও ফুটবল যেনো বাঙালীর প্রাণ।
স্পোর্টস আবেগঃ স্পোর্টস মানুষের আবেগ অনুভূতির সাথে জড়িত। এই অনুভূতির জায়গাটা যেন বিশাল। আমাদের ভিতরে কাউকে খুঁজে পাওয়া যাবেনা, যিনি ক্রিকেট ও ফুটবল পছন্দ করেন না। আমাদের সবার অনুভূতির একটা বিশাল জায়গা ক্রিকেট ও ফুটবল।

ছোটবেলার খেলাধুলাঃ বর্তমান সময়ে আমরা সবায় ডিজিটাল ফোন ও ভার্চুয়াল জীবন যাপন করি। এমন কি এই ভার্চুয়াল জীবন শুরু হয়ে যায় ছোটবেলা থেকেই। এখনকার ছেলে-মেয়ে আগের ছেলে-মেয়ের মত শৌশবকে উপভোগ করতে পারে না। আগে ছিল না ফোন তখন কিশোর বয়স কাটত শুধু খেলাধুলায়। আর খেলাধুলার প্রধান ছিল ক্রিকেট ও ফুটবল। তাই ক্রিকেট ও ফুটবলের সাথে অনুভূতিটা যেনো জন্ম থেকে। আমাদের ভালোবাসার বিশাল অংশ যেন ক্রিকেট ও ফুটবলের প্রতি।
প্রচার ব্যবস্থাঃ ক্রিকেট ও ফুটবলের প্রতি ভালোবাসা আমাদের আদিকাল থেকেই। আদিকালে মানুষ বসে বসে বা কাজের পাশে রেড়িও শুনেও খেলা উপভোগ করতো। তারপরে এসেছে টেলিভিশন। টেলিভিশনে আগে সবাই মিলিত হয়ে একসাথে খেলা দেখত। আস্তে আস্তে আধুনিকতার সাথে জীবন যাপন সহজ হওয়া শুরু করে। কিন্তু ক্রিকেট ও ফুটবল উপর আগ্রহ আমাদের সবার বেড়েই যাচ্ছে। তাই খেলাধুলা প্রচার মাধ্যমকে আমরা খুব গুরুত্ব দিয়ে থাকি। জীবন যাপন এখন সহজ ও আধুনিক হওয়ার পরও বেশিভাগ সময়ে কাজের কারণে খেলা দেখা মিস হয়ে যায়। কারন এখন টিভি ছাড়া তেমন কোন ভালো মাধ্যম নেই, যেখানে পুরোপুরি খেলা প্রচার করা হয়। বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যম আছে যেখানে খেলার আপডেট পাওয়া যায়। সোশ্যাল মিডিয়াগুলো খেলাগুলো ছোট ছোট ভিডিও আকারে প্রচার হয়ে থাকে। যা দেখে উপভোগ করা মাঝে মাঝেও খুবি বিরক্তিকর মনে হয়ে থাকে। সম্প্রতি হুররে নামে একটি নতুন সোশ্যাল মিডিয়া এসেছে। যেখানে সম্পূর্ণ খেলা দেখা যাবে তাও আবার সম্পূর্ণ ফ্রি তে। হুররে অনেক সুযোগ-সুবিধার পাশাপাশি সরাসরি সম্পূর্ণ খেলা সম্প্রচার করার কারনে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠবে। কাজের পাশেও থাকবে এখন ক্রিকেট ও ফুটবল আপডেট।
ক্রিকেট ও ফুটবল বিদেশে আবিস্কার হলেও এদেশের অলিতে-গলিতে ছোট-বড় সবাই ক্রিকেট-ফুটবলে জড়িত। সবার কাছে প্রিয় খেলা বা প্রিয় বিনোদন মানেই ক্রিকেট ও ফুটবল।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



