নতুন অফিসে আমার জীবন কেটেছে এক অদ্ভুত সৌন্দর্যে...
এক সন্ধ্যার কথা, প্রচন্ড মাথা ব্যাথায় ডেস্কে বসে আছি। তমা এসে বললো, মাথা ধরেছে দাঁড়াও আমার আছে ঔষধ আছে। বলেই সে ব্যাগ হাতড়াতে শুরু করলো। একটা সময় পর হতাশ হয়ে বসে পড়লো, হাতড়তে হাতড়তে আমার ধারনা ক্লান্ত হয়েই সে বসে পড়েছে।
আমি তার দিকে হাত বাড়িয়ে বললাম, “দিন... ঔষধটা দিন”।
তমা আমার দিকে আহত ভঙ্গিমায় তাকিয়ে বললো, ঔষধটা বোধ হয় শেষ হয়ে গিয়েছে।
আমি হাসতে হাসতে তার পাশে বসে বললাম, মন খারাপ করে বসে থাকার মত তো কিছু হয়নি। এক মগ কফি খাওয়াতে পারেন তমা?
পরিশিষ্ঠঃ
মানুষের প্রতি মানুষের যে সহজাত ভালোবাসা এটা সবার মধ্যে থাকে না, তমার মাঝে ছিলো। শিকড় গজানো মানুষের স্বভাব নয়, আমি হয়তো চলে যাবো কোন এক সন্ধ্যায় কিন্তু এই ভালোবাসাগুলো আমার মধ্যে জীবিতই রয়ে যাবে। তমা ভালো থাকুক!!
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৫