এক চমৎকার সকালের গল্প
যে গল্পটা শুরু হয়েছে বিবাহিত জীবনের এক চিরচারিত সমস্যাকে নিয়ে।
সদ্য বিবাহিত ছেলেটি সাত সকালে স্ত্রীর হাতের পানির ঝাপটা খেয়ে ঘুম থেকে উঠলো। স্নিগ্ধতায় ভরা ভেজা চুলের মেয়েটিকে দেখতে দেখতে সে ফ্রেশ হতে ওয়াশরুমে গেলো। খানিক পরে টাওয়াল হাতে বাথরুম থেকে মাথা মুছতে বের হয়ে দেখে, ওয়াশরুমের সামনে “ডাল ঘুটুনি” কিংবা “রুটি বানানোর বেলুন” হাতে মেয়েটি দাঁড়িয়ে। তার চোখে মুখে জিজ্ঞাসা “ওমুক নামের মেয়েটি কে?”
এই প্রশ্নের উত্তর ছেলেটির হাতে নেই। ছেলেটি উত্তর খুজতে ও সম্ভাব্য আক্রমনাত্মক পরিস্থিতি এড়াতে দৌড়ে বাসা থেকে পালিয়ে গেলো।
পরিশিষ্টঃ
গল্পটা এখানেই শেষ হতে পারতো কিন্তু না, গল্পটাকে আমরা এখানেই শেষ করবো না। এই গল্পের শেষটা হবে খুব চমৎকার।
মধ্য দুপুরে একটি রুপবতী মেয়ে ক্লান্ত ভঙ্গিমায় কপালে জমে থাকা ঘাম মুছতে মুছতে কোন একটা অফিসে ঢুকছে, তার হাতে টিফিন ক্যারিয়ার। সেই ক্যারিয়ারে আছে গরম গরম ভাপ উঠা ভাত, ডাল, আলু ভর্তা এবং বেগুন ভাজি। এগুলো ছেলেটির পছন্দের খাবার।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৬