বর্তমান মুল্যঃ
বিশ্ববাজারে লিটার প্রতি তেলের দাম হইতেছে শুন্য দশমিক পাঁচ সাত যাহা এক ডলারের প্রায় অর্ধেক। (অপরিশোধিত তৈল)
পাবলিকের জন্য আমেরিকায় পেট্রোল এর দাম হইতেছে ১.১১ ডলার (২০২২ এর শুরুতে ছিল ৩০ সেন্ট তথা বিশ টাকারও কম, আমাদের ছিল ৮৬ টাকা )
ভারতে ১.৩৩ ডলার
বাংলাদেশে ১.৪২ ডলার
আসল ঘটনা:
জনগণের রক্ত চুষে নেবার পরে আপনে কইতেসেন আপনি ভর্তুকি দিয়ে মাইনশেরে পালতেসেন? এইডা ক্যামনে কি? অন্যান্য দেশ নাকি ভর্তুকি দেয় না, শুধু বাংলাদেশ দেয়। তাইলে এত বেশি টেকা ক্যামনে হয় এখন?
ব্যাপারটা ত এমন না যে আপনে বিপিসি/সরকার ভারত থেকে ১ ডলার ৩৩ সেন্টে তৈল কিনতেসেন। আপনে ত কিনতেসেন বিশ্ববাজার থেকে, ঐখানে ত তেলের দাম এখনো এক ডলারের অর্ধেক।
তেল পরিশোধন খরচঃ
Cost to refine gasoline varies between $.40 and $.70 per gallon, depending on whether summer or winter formulas are being used. In the example above, the cost to refine gasoline is $.60 per gallon. The cost to refine diesel is $.49 per gallon.
এই হিসাবে গেলে সর্বোচ্চ ৭০ সেন্ট হয় এক লিটার পেট্রোল তেলের দাম যাহা বাংলাদেশি টাকায় = ৭০ বর্তমানে (আগে ছিল ৬০ টাকা)
নামকাওস্তে শিক্ষিত (৭০%) জাতি হইলে যা করা যায় তা হইলো ভুদাই বানায়া পাবলিকরে শরবত বলে কেরোসিন মুখে দিয়ে গেলানো যায়। সরকার এখনো কিন্তু ৬০-৮০ টাকার মধ্যেই তেল কিন্তএ পারতেছে কিন্তু অর্থ পাচার অব্যাহত রাখতে গিয়া জনগণের পুঃ দিয়া আইক্কাওলা বাঁশ ডলা দিতেছে। অবশ্য বাঙালি যে বুতলের জাত সে জানা আছে। এই জাতি কখনই উঠে দাঁড়াইতে পারবে না কারণ সেই মেরুদন্ড তিলে তিলে ভাইংগা দেওয়া হইয়াছে। (শিক্ষা ব্যবস্থা ধ্বংস, ফিকরা ভিত্তিক বিভক্তি, পুষ্য আমলা/সরকারী কর্মচারি ইত্যাদি ইত্যাদি)
এই নিবন্ধে তেল পরিশোধন এর হিসাব পাইবেন
তৈল এর দাম ২০২১ থেকে আগস্ট/২২ পর্যন্ত
বিশ্ববাজারে বেরেল হিসাব করে করা হই
এক বেরেল = ১৫৯ লিটার থেকে হিসাব করা যাক
নিউইয়র্ক এ তেল এর দাম
মাগার বাংলাদেশে জম্ম নিয়া আমরা এমন পাপ কুরিছি যে বিশ্বের সর্বাধিক রেইটে সেতু করিতে হইবে, রাস্তা করিতে হইবে, পারমানুবিক বিদ্যুত কেন্দ্র বানাইতে হইবে, বালিশ কিন্তে হইবে, বিল্ডিং করতে হইবে কিন্তু মানে হইতে হইবে সর্বনিম্ন।
মগের মুল্লুকের দিন শেষ হইয়াছে বহু আগে এখন চলতেছে উন্নয়নের মুল্লুক। হাঃ হাঃ হাঃ
ছবিসুত্র: ডেইলি স্টার বাংলা
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০২২ সকাল ১১:০৪