somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একসময়ের প্রখ্যাত কমিউনিস্ট নেতা শেখ আবদুস সবুরের মৃত্যু

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক সময়ের প্রখ্যাত কমিউনিস্ট নেতা শেখ আবদুস সবুর আর নেই। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি যশোর শহরের কাজীপাড়া আজিজ সিটিতে নিজ বাড়িতে মারা যান। তিনি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৮ বছর।
গত ঈদুল ফিতরের পরদিন তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে যশোরের একটি বেসরকারি হাসপাতালে এবং পরে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে দীর্ঘ চিকিৎসায়ও পরিস্থিতির উন্নতি না হওয়ায় বুধবার তাকে যশোরে পাঠিয়ে দেন হাসপাতাল কর্তৃপক্ষ।
মরহুম শেখ আবদুস সবুরের নামাজে জানাজা বৃহস্পতিবার যশোর শহরের কাজীপাড়া মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তার লাশ আনা হয় প্রেসক্লাব যশোরে। সেখানে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার সংগঠন তার প্রতি শেষ শ্রদ্ধা জানায়। সন্ধ্যায় নড়াইলের লোহাগড়ায় পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হয়।
শেখ আবদুস সবুর নড়াইলের শরশুনা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম শেখ আবদুর রহিম, মা মরহুমা হাজেরা বেগম। শেখ সবুর স্ত্রী, দুটি কন্যাসন্তান, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম সবুরের স্বজনরা জানিয়েছেন, তিনি ১৯৬৩ সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন। এসময়ই তিনি বামপন্থী ছাত্ররাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। ১৯৬৮ সালে ¯œাতক ডিগ্রি অর্জন করার সময়কাল পর্যন্ত তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের নেতা ও সংগঠক ছিলেন। সংযুক্ত হয়েছিলেন পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি (ইপিসিপি-এমএল)-এ। কমরেড চারু মজুমদারের নেতৃত্বে শ্রেণীশত্রু খতমের রাজনীতি শুরু হলে ইপিসিপি সেই লাইন গ্রহণ করে। এ সময় নড়াইল অঞ্চলে শেখ আবদুস সবুর বিশিষ্ট নকশাল নেতা হিসেবে ব্যাপক পরিচিতি পান। তার নামের আগে বিশেষ একটি বিশেষণ যোগ হয়ে যায়।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে পার্টির নির্দেশ অনুযায়ী শেখ আবদুস সবুরের নেতৃত্বাধীন বাহিনী ত্রিমুখী লড়াইয়ে লিপ্ত হয়। মুক্তিবাহিনী, পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকার বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হয় শেখ সবুরের বাহিনী। এরআগে শেখ আবদুস সবুর ও আরও কয়েকজনের নেতৃত্বে ’৭১-এর মার্চে নড়াইল অস্ত্রাগার থেকে সংগৃহীত অস্ত্রসহ আসা বিশাল এক বাহিনী যশোর আসে। তারা তৎকালীন ইপিআর-এর সহযোগিতায় বিস্ফোরক সংগ্রহ করে যশোর কেন্দ্রীয় কারাগার অভিমুখে রওনা হয়। তারা কারাগারে অবস্থানরত প্রখ্যাত কমিউনিস্ট নেতা কমরেড অমল সেনসহ বহু রাজবন্দি ও সাধারণ বন্দিদের মুক্ত করেন জেলের তালা ভেঙে। পরে এই বাহিনী যশোর সেনানিবাস ঘেরাও করে। তিন দিন অবরুদ্ধ থাকার পর ক্যান্টনমেন্ট থেকে গোলা ছুড়তে থাকে পাকিস্তানি বাহিনী। এ সময় শেখ সবুরের নেতৃত্বাধীনহালকা অস্ত্রশস্ত্রে সজ্জিত বাহিনীপিছু হটতে বাধ্য হয়।
শেখ আবদুস সবুর মুক্তিযুদ্ধ-পরবর্তী কালে শিক্ষকতায় নিযুক্ত হন। পরে তার দল শ্রেণীশত্রু খতমের লাইন পরিত্যাগ করলে তিনি প্রকাশ্যে আসেন এবং এলএলবি ডিগ্রি অর্জন করে আইন পেশায় নিযুক্ত হন। এসময় তিনি যশোর থেকে প্রকাশিত দৈনিক রানারের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি যশোর সাংবাদিক ইউনিয়নের (অবিভক্ত) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।
এরশাদের শাসনামলে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন এবং নড়াইলের লোহাগড়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। গত শতাব্দীর ৯০-এর দশকে তিনি আওয়ামী লীগে যোগ দেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আওয়ামী লীগ নড়াইল জেলা কমিটির সদস্য ছিলেন।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আবারও রাফসান দা ছোট ভাই প্রসঙ্গ।

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ১৮ ই মে, ২০২৪ ভোর ৬:২৬

আবারও রাফসান দা ছোট ভাই প্রসঙ্গ।
প্রথমত বলে দেই, না আমি তার ভক্ত, না ফলোয়ার, না মুরিদ, না হেটার। দেশি ফুড রিভিউয়ারদের ঘোড়ার আন্ডা রিভিউ দেখতে ভাল লাগেনা। তারপরে যখন... ...বাকিটুকু পড়ুন

মসজিদ না কী মার্কেট!

লিখেছেন সায়েমুজজ্জামান, ১৮ ই মে, ২০২৪ সকাল ১০:৩৯

চলুন প্রথমেই মেশকাত শরীফের একটা হাদীস শুনি৷

আবু উমামাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, ইহুদীদের একজন বুদ্ধিজীবী রাসুল দ. -কে জিজ্ঞেস করলেন, কোন জায়গা সবচেয়ে উত্তম? রাসুল দ. নীরব রইলেন। বললেন,... ...বাকিটুকু পড়ুন

আকুতি

লিখেছেন অধীতি, ১৮ ই মে, ২০২৪ বিকাল ৪:৩০

দেবোলীনা!
হাত রাখো হাতে।
আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে বিষাদ নেমে আসুক।
ঝড়াপাতার গন্ধে বসন্ত পাখি ডেকে উঠুক।
বিকেলের কমলা রঙের রোদ তুলে নাও আঁচল জুড়ে।
সন্ধেবেলা শুকতারার সাথে কথা বলো,
অকৃত্রিম আলোয় মেশাও দেহ,
উষ্ণতা ছড়াও কোমল শরীরে,
বহুদিন... ...বাকিটুকু পড়ুন

ক- এর নুডুলস

লিখেছেন করুণাধারা, ১৮ ই মে, ২০২৪ রাত ৮:৫২



অনেকেই জানেন, তবু ক এর গল্পটা দিয়ে শুরু করলাম, কারণ আমার আজকের পোস্ট পুরোটাই ক বিষয়ক।


একজন পরীক্ষক এসএসসি পরীক্ষার অংক খাতা দেখতে গিয়ে একটা মোটাসোটা খাতা পেলেন । খুলে দেখলেন,... ...বাকিটুকু পড়ুন

স্প্রিং মোল্লার কোরআন পাঠ : সূরা নং - ২ : আল-বাকারা : আয়াত নং - ১

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৮ ই মে, ২০২৪ রাত ১০:১৬

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আল্লাহর নামের সাথে যিনি একমাত্র দাতা একমাত্র দয়ালু

২-১ : আলিফ-লাম-মীম


আল-বাকারা (গাভী) সূরাটি কোরআনের দ্বিতীয় এবং বৃহত্তম সূরা। সূরাটি শুরু হয়েছে আলিফ, লাম, মীম হরফ তিনটি দিয়ে।
... ...বাকিটুকু পড়ুন

×