বাচ্চু ভাইয়ের একটা পুরানো গান কোথাও খুজে পাচ্ছি না । কেই সাহায্য করলে কৃতার্থ হব।
গানটা হচ্ছে
চোখের জলের কোন রঙ্গ হয় না
তাইতো বুকে ধরা সাগর দেখাতে পারি না
আমার ভিতরের চাপা যন্ত্রনা অব্যক্ত রয়ে যায়
তুমি তা দেখ না
যেই আমাকে দেখ সেই আমি আমি নই
এর কিছুটা আমি আর কিছু অভিনয়
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০০৮ সকাল ১০:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



