কয়দিন যাবত চক্কুডা জ্বালাইতাছে। বুঝতার্ছিনা ঘটনাডা ক্যান ঘট্তাছে। যেই হারে সারাদিন চোখটারে ডাইনে বামে চরকির লাহান ঘুড়াই। তাতে চক্কু বাবাজি যে অহনো যায়গামত আছে হেইডাই বড় কথা।
আইজ আমি সারাদিন কুনো বিড়ি টানার টাইম পাই নাইক্কা। পুড়া লৌড় এর উপর। তা লৌড়াইতে লৌড়াইতে এট্টু আগে বাসায় ঢুইকাই ৩/৪খান মাইরা দিলাম। আরে দিনের কোটা ফিলাপ করন লাগ্বোতো। কিন্তু ঘটনাডা ঘটলোকি জানেন? বিড়ি টানার পর থিক্কাই দেহি চোখ ডিসটাপ কর্তাছে। তহন চিক্কুর দিয়া কৈলাম ইউরেকা!! ইউরেকা!! ইউরেকা!!(এইডাইতো কবি কৈছিলো, নাকি?
এইডা আমার গবেষণার ফসল। কেউ আবার রেফারেন্স চাইয়েন না কৈলাম। মেলাদিন ধৈরা টেরাই কৈরা আইজ আবিষ্কার কর্লাম। আইচ্ছা কন্তো দিহি আমি কি অহন ডক্তর লেক্তে পার্মু আমার এই বিড়ল ঘভেষণার লাইগ্গা? বুঝতার্ছিনা
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০০৯ রাত ১০:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


