১৫ই অগাষ্ট আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। বিভিন্ন জন বিভিন্ন ভাবে পালন করে। তরুন প্রজন্ম নতুন ভাবে চিন্তা করতে চায়। কি কারনে অস্সাভাবিক জনপ্রিয় একজন শাসক অপমৃত্যুর শিকার হলেন? অতচ কেও প্রতিবাদ করলোনা। কিন্তু পরবর্তী সরকার একই ব্যক্তিদের দ্বারা গঠিত যারা জাতীর পিতার সরকারেও অংশ গ্রহণ করেছিল। তাহলে কারা এর জন্য দায়ী? এর আসল কারণ আমরা কিছু বিখ্যাত লেখকের বই থেকে সাহায্য নিতে পারি।
১. বিশিষ্ট ভাষা সৈনিক প্রখ্যাত রাজনৈতিক ও মুক্তিযোদ্ধা “অলি আহাদ” এর (জাতীয় রাজনীতি ১৯৪৫-১৯৭৫) পৃ ৫৩৫-৫৭০
২. প্রখ্যাত সাহিত্যিক সাংবাদিক ও রাজনীতিক “আবুল মনসুর আহমদ ”এর (আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর ) পৃ ৬২০-৬৪০
৩. শেখ মুজিব এর পরম ভক্ত , আওয়ামী লীগের নেতুস্থানীয় ব্যক্তি ও মুক্তি যোদ্ধের বিশিষ্ট সংগঠক “মিজানুর রহমান চৌধরী”এর ( রাজনীতির তিনকাল) পৃ ১৫৩-১৬৫
৪. জনাব আবুল আসাদের (একশ বছরের রাজনীতি )
৫. মেজর জলীল রচনাবলী মাসুদ মজুমদার কতুক সংকলিত । পৃ ১৬০-১৭০
৬. মেজর শরিফুল হক এর “ যা দেখেছি যা বুঝেছি যা করেছি ” ।
হয়ত সামনের চলার পথে কাজে লাঘতে পারে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




