সংবাদ আসলো বাল্যবিবাহ হচ্ছে। পুলিশ পাঠালাম। মেয়েকে জিজ্ঞাসাবাদে সে জানায় সে...... ( কি বলবে পুলিশ দেখে ভুলে গেছে).
আরো জিজ্ঞাসাবাদে তার স্মৃতি শক্তি ফিরে এলো- " মেম্বার কাক্কু আমাকে শিখায় দিছে- আমি বলতাম - আমার বয়স ১৮ আর আমার বিয়ের খুব দরকার! বিয়ে ছাড়া আমার ভাল লাগেনা! "
মেম্বার কে হ্যান্ডকাফ শো করার পর তিনি এলাকাছাড়া!
এবার মেয়ের বোন আর মেয়ে জানায় - তাহার মা মেম্বারের যোগসাজশে এলাকার ৩৩ বছরের ব্যাটার সাথে তাকে বিয়ে দেয়ার জন্য চাপ দিচ্ছে! সে লেখাপড়া করে তাহার বোনের মত নার্স হতে চায়!
পেসক্রিপশন- মেয়ের মাকে *তোয়াইজ্জা পড়ায় দিছি! মেম্বারকে বলা হইছে - তোমার *** বাশ দেব এই রকম কাজ করলে।
#খায়_জসিম_বিল_দেয়_ওয়াসিম
আরো জানাযায় - মেয়ের বাপ সৌদী তাই সে মেম্বারের বৌদি। দিনে রাতে মেম্বার সাব মেয়ের মায়ের হাতের পান খাইতে যায়। পানে চুন লাগানীর টাইমে মেয়েটা দেখে ফেলে তার তাদের ডিস্টার্ব হয়। পানে চুন লাগাইতে যাতে ডিস্টার্ব নাহয় সেজন্য ১৪ বছরের মেয়েকে বিয়ে দিয়ে নিরপদে ওয়াসিম জসিম করার জন্য এই প্লান।
অথচ মেয়ের বড় বোন একজন সেবিকা সে ছোট বোন কে পড়াশুনা করাতে চায়। আর মেয়েটারও ইচ্ছা পড়াশুনা করবে।
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০২১ রাত ২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



