*
কি দেখ অমন করে রোদ খরগোশ
টিয়েটা তো আসেনি পড়ে টোপর
বৃষ্টিও এলো না দু'পায়ে নুপূর
বিয়েটাও ভেঙ্গে গেল পড়শীর।
কি দেখ অমন করে শারদীয় কাশ
জমলো না ভ্যাবলা গাবলা মেঘ
শ্রীকান্তও হেঁড়ে গলায় গাইলো না
ছিন্ন মুকুল, ভ্রমর, নদী কূল গান।
কি দেখ অমন করে খরগোশ না ছাই
কাশবনে ঘাই উঠে, পলাশ দুপুর
উলো ধূলো তুলো নগ্ন বাতাস
আজ ভালুকের জ্বর এসেছে
চটি জোড়া হাতে নাও---পালাই।
**
আমরা শক্তি পড়েছিলাম
নিক্তি দিয়ে মাপিনি ভয়
ছিল না লোভাতুর অবক্ষয়
আমরা দিন ছিলাম রাতের ভিতর
ভিতর ছিলাম বাহির বাহির
নদীর বুকে বৃষ্টি ঝরলে
আমরা হতাম শীতের পাহাড়।
ছবিঃ নিজস্ব এ্যালবাম। (মাতামুহুরী নদী, আলীকদম উপজেলা, বান্দরবান)।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


