..জি-বাংলা, স্টার জলসার মত চ্যানেল গুলো বন্ধ হয়ে গেলে সম্ভাব্য যা যা হতে পারে....
_
★ ঘরে ঘরে হরতাল ডাকা হতে পারে।
★ রান্না বান্না অনিদিৃষ্ট কালের জন্য
বন্ধের ঘোষনা দিতে পারে গৃহিণী সমাজ।
★ শাহবাগ চত্তরে আন্টি সমাজ দা, বটি,
হাড়ি-পাতিল,
খুন্তি ইত্যাদি নিয়ে অবস্থান
ধর্মঘটে যেতে পারেন।
★ #saveStarJolsa, #savePakhi ইত্যাদি হ্যাসট্যাগে ভরে যেতে পারে আপ্পি সমাজের
ফেসবুক ওয়াল।
★ দুই একজন মনের দু:খে গলায়
সুতা বেধেঁ ঝুলে পড়তে পারেন,
কিংবা ইন্দুরের ঔষধ ও খেতে পারেন।
(আবেগ ভাই, আবেগ )
★ ব্রডব্যান্ড ইউজারের
সংখ্যা বেড়ে যেতে পারে, কারণ সবাই
ইন্টারনেটে স্টার জলসা দেখা শুরু করবে।
★ সবশেষে অবস্থা বেশী বেগতিক
হয়ে গেলে সরকার পতনের ডাক
আসতে পারে, এবং "পাখিদের"
মানবাধিকার ক্ষুন্ন করার
দায়ে মানবাধিকার কমিশন ঘেরাও
কার্যক্রম হলেও অবাক হবার কিছুই থাকবে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






