সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশের বসিং ই সেরা। বাংলাদেশে যে কোন ধরনের চাকরিতে সকল সফলতার আসল ফরমুলা হলো বসকে খুশী রাখা। আপনি যদি আপনার বসতে খুশী রাখতে না পারেন তাহলে আপনার খবর আছে। অবশ্যই খবর আছে।অ বসরা সাধারণত অধস্তনদের দ্বারা তৈল সিক্ত হতে খুব বেশী পছন্দ করেন। বাড়ির গরু পালানের ঘাস খায় না। কিন্তু অফিসের বস অফিসের সবার তৈল পছন্দ করেন।
বাংলাদেশের বসরা হন অনেক মেজাজী। অফিসে যিনি বস তিনি প্রায়ই রেগে গিয়ে বলেন—বাংলা বুঝেন না মিঞা ? নাকি অন্য কোনো ভাষায় বলতে হবে? আমি কিন্তু অন্য ভাষাও জানি।
বসদের অন্যতম প্রধান কাজ প্রতিদিন অধস্তনদেরকে ঝাড়ি দেয়া। সব চেয়ে বিগ বস ঝাড়ি দেয় তার নীচের জনকে। তিনি দেন তার নীচের জনকে। তিনি দেন তার নীচের জনকে। সবার নীচে যিনি আছেন তিনি ঝাড়ি দেবেন কাকে?
সেই ব্যবস্থাও আছে। তিনি অফিস ছুটির পর বাসায় গিয়ে শ্রীমতি গৃহিনীকে ঝাড়ি দিয়ে সারা দিনে জমে থাকা সব ঝাড়ির শোধ নেবার ব্যর্থ চেষ্টা করেন।
শ্রীমতি গৃহিনী বেচারী আর কি করবেন? তিনি কার উপর তার সারা দিনে জমে থাকা কষ্ট, অভিমান আর রাগ ঝাড়বেন?
সেই ব্যবস্থাও আছে। তিনি সব রাগ ঝাড়েন বাচ্চাকাচ্চাদের উপর । বেচারা বাচ্চা কাচ্চারা যাবে কোথায়?
সেই ব্যবস্থাও আছে। তারা চিৎকার করে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে শান্ত হয়ে এক সময় ঘুমিয়ে পড়ে।
মানুষের কাঁন্না একটি অসাধারণ জিনিস। এই কাঁন্না ঠিকমতো হলে তাঁর রাগ, শোক, দুঃখ বেদনা অনেকটাই দূর হয়ে যায়।
বস নিয়ে সারা পৃথিবীতে না হোক বাংলাদেশে দুইটি অলিখিত আইন প্রচলিত আছে। আইন দুটি নীচে দেয়া হলো।
1. The boss is always right.
2. If you find that your boss is doing wrong please see the law 1.
বাংলার বস সমাজ দীর্ঘজীবী হোক। বেঁচে থাকুন চিরকাল।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



