আমাদের দেশের কিছু মানুষ আছেন চির আপোষহীন ও চির বয়কটী।
তারা আপোষ করতে নারাজ তবে তারা বয়কট করতে রাজি। তারা জীবন নিয়ে করে নানান ভাওতাবাজি।
একই ভাবে তারা আমাদের ভাষার শব্দগুলোতেও ধর্মী ছোয়া লাগিয়ে দিয়েছেন। ফলে অনেক শব্দ উচ্চারণ করতে গেলে আমাদের ইমানে ধাক্কা লাগে। আমরা বেচাইন হয়ে যাই।
যেমন আমাদের প্রতিদিনের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি উপাদান পানি। এটাকে ইংরেজিতে বলে Water.
সমস্যা সেটা নয়। সমস্যা এটা আমরা যখন বলি তখন। এটাকে আমরা যারা মমিন মুসলমান তারা বলি পানি। ।।
পক্ষান্তরে যারা মমিন মুসলমান নন অর্থাৎ সনাতন ধর্মের (মালাউন?!) তারা বলেন জল।
মমিন মুসলমানরা কবিতায় কখনো জল বললেও গদ্যে মানে বাস্তব জীবনে কখনোই জল বলেন এরকম শোনা যায় না।
অপরদিকে বাংলাদেশে যারা সনাতন ধর্মের অনুসারী তারা সাধারণত পানি বলেন না । অনেক সময় পরিস্থিতির কারণে লজ্জায় হয়তোবা তারা পানি বলেন।
আমাদের দেশে অনেক শব্দ কিংবা অনেক জায়গার নামের মধ্যেও ধর্মীয় লেবাসের ছোঁয়া লাগিয়ে দেয়া হয়েছে। ফলে মুমিন মুসলমানরা সেই শব্দগুলো পারতো পক্ষে বলেন না বা এড়িয়ে চলেন।
আফসোস!
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০২৪ রাত ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



