আমার মনে অনেক সময়ই প্রশ্ন জাগত দেশের প্রধান ফটক বিমানবন্দরের নাম নিয়ে। প্রধান ফটকটিই ছিল একজন সাবেক সামরিক শাসকের নামে। সামরিক শাসকরা সব সময় বিতর্কিতই হয়। রক্তের হোলিখেলা করে ওরা ক্ষমতা দখল করে, সবাই চুপ হয়ে যায় , কেউ কেউ ওদের পক্ষ নেয় । ওদের দল ও আস্তে আস্তে ভারি হয়ে যায় ।
জিয়া তেমন একজনই ছিলেন । অস্র্রের তরে ক্ষমতা দখল করেছিলেন ।
আওয়ামীলিগ অনেক চিন্তা ভাবনা করে দেশের প্রধান বিমানবন্দরের নামটি পরিবর্তন করে দিল। একটি ঐতিহাসিক পরিবর্তন , অনেকটা ঢিল খেয়ে পাটকেলটি ফেরৎ দেয়ার মত পরিবর্তন ।
বিএনপি নামক দলটি ভারত বিরোধী জুজু দেখায় নির্বাচন আসলে। ইসলাম হাওয়ায় উড়ে যাবে ইত্যাদি জুজু দেখিয়ে জনগনের ধর্মীয় বিশ্বাসকে পূজি করে ক্ষমতায় আসে ।
আওয়ামিলীগ সেই জুজু কাজে লাগাল, ইয়েমেনের মতান্তরে তূর্কির একজন পরম পরাক্রমশালী তলোয়ারবাজ শাহজালালের নামে বিমানবন্দর দিয়ে দিল। বিএনপি আর ক্ষমতায় আসলে ও এই নাম পরিবর্তন করতে পারবে না
শাহজালাল ঐ এলাকায় ইসলাম ধর্ম প্রচার করেছিলেন । প্রথমে তিনি সিলেটের রাজা গৌড়গোবিন্দকে তলোয়ার যুদ্ধে পরাজিত করেছিলেন। তার বাহিনীতে ৩৬০ জন প্রশিক্ষিত যোদ্ধা ছিলেন বলে জানা যায়। এসব যোদ্ধাই পরবর্তিতে অন্য এলাকায় ইসলাম ধর্ম প্রচার করেন । শাহজালাল সিলেটের রাজা গৌড়গোবিন্দকে অতর্কিতে আক্রমন করেছিলেন বলে ইতিহাসবিদরা মনে করেন । শাহজালালের তলোয়ার এখন ও আছে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




