আমি অনেক কথা বলে দেখেছি তাদের সাথে,
এমনকি দূর্গম পথ নিমেষে পাড়ি দেবার
গোপন সূত্র আমি তুলে দিতে চেয়েছি হাতে
কিন্তু কেউ সেসবে বিন্দুমাত্র আগ্রহ দেখায়নি
বরং উল্টোদিকে এমনভাবে মুখ ঘুরিয়ে নিয়েছে-
যেন অন্য কোনকিছুই ভাবার নেই তাদের
একমাত্র তোমাকে ছাড়া ,
তুমি, তোমার স্পর্শসুধা, তোমার চোখের ভাষা,
রংধনুর মত মহার্ঘ্য তোমার হাসিমুখ।
তুমি ঘাড় ঘুরিয়ে যখন তাকাও ওদিকে,
হাতের ইশারায় ডাক তাকে, সে বড় বর্তে যায়
নির্জন পথে তুমি দৈবাৎ যদি তার সঙ্গ চাও
সে তোমাকে পৌঁছে দেবে ঠিকানার শেষে
তাও ধুলোর স্পর্শবিহীন ,
তোমার জন্যে সকাল- সন্ধ্যে, জন্ম- মৃত্যু
তোমার করতলে তার পদ্মজীবন তুলে দিয়েই তবে মুক্তি
এমনই আরাধ্য ঈশ্বরের মত ক্ষমতাবান তুমি
অথচ আমি তোমাকে প্রতিদিন নিগৃহীত দেখি
তাদের হাতেই , তারা কি তোমাকে চেনেনা?
অথবা তারা কি জানেনা কাকে খুঁজছে আদতে?
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৯