প্ররোচক বাতাস আবার নাচছে দেখ-
একটুকরো অরূপ আলো
শিমুলের লালে এসে থমকে দাঁডিয়েছে ঠায়
তার সংবৃত আভা চুইয়ে নামছে ,
ডুমুরের মত ফুল ফোটাচ্ছে অন্তরালে।
বাতাবি ঘ্রাণের পরাক্রান্ত মাদক
ছড়িয়ে পড়ছে স্বেচ্ছাচারী হাওয়ায়-
ক্ষীণ স্রোত আমাদেরও ভাসাচ্ছে নীরবে।
অলৌকিক চোরা সেতু পার হয়ে
আমরা যেন পৌঁছাতে চাইছি
এ-ওর বুভুক্ষু নদী পাড়ে ।
কিমিতি সন্ধানে বহু যুগ কেটে গেছে
সুদূরতম এই যাত্রা দরজাতেই
দাঁড় করিয়ে রেখেছে বহুকাল-
পায়ের শিকল কেটেও পদক্ষেপ
যেন থমকে আছে অজ্ঞাত যাদুমন্ত্রে।
এদিকে ডাগর ভয়ে তলিয়ে যাচ্ছি আমি,
সময় ঘোড়ার ক্ষুরে লেগেছে মানসবর্ষ গতি
দুয়ারে এসে দাঁড়িয়েছে আরেক বসন্ত-
আর কতদূর গেলে সেতুর অথৈ সম্ভাবনা
পার হয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো?
—-——-//———
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১৫